অবরোধে স্থবির সিলেটের অর্থনীতির চাকা
সরকার পতনে চলছে একেরপর এক অবরোধ। এ নিয়ে সিলেটের সরকার সমর্থীত ও সুবিধাভোগী কিছু মিডিয়ার প্রচারে বুঝাতে চায় অবরোধের কোনো প্রভাব পড়ছে না নগরীতে। তাদের দৃষ্টিতে সবকিছুই স্বাভাবিক। একচোখা নীতিতে অবরোধের বাস্তবতা এড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারে তারা সরব। অথচ অবরোধের নেচিবাচক প্রভাবে গতিহীন সিলেটের অর্থনীতির চাকা। স্থানীয় অর্থনীতির এমন ধাক্কায় থিতিয়ে উঠছে জনজীবন। স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক বিপর্যয়ে পড়েছেন। মাঝারি ও...