৬২০ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ করবে এলজিইডি
বরিশালের আড়িয়াল খাঁ নদের ওপর ৯১.৩৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬২০ মিটার ‘প্রী স্টেসড কংক্রিট গার্ডার’ সেতু নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডি। গৌরনদী ও মুলাদী উপজেলা ছাড়াও সেতুটি নাজিরপুর ও মোল্লারহাট এলাকার মধ্যেও সড়ক যোগাযোগ নির্বিঘœ করবে। বরিশালের গৌরনদীর অদুরে কুতুবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর এ সেতুটি সম্পূর্ণ দেশীয় তহবিলে মোট ২৪টি পীয়রের ওপর ২৩টি...