সপ্তাহেই সাড়ে ৯২ হাজার কপি!
প্রকাশের প্রথম সপ্তাহেই মার্কিন লেখক ও সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসনের লেখা ইলন মাস্কের জীবনী ৯২ হাজার ৫শ’ ৬০ কপি বিক্রি হয়েছে। বুক ট্র্যাকার, সার্কানা বুকস্ক্যান থেকে এ তথ্য জানা গেছে। টেসলা প্রতিষ্ঠাতা ও এক্সের (পূর্বে টুইটার) জীবনীগ্রন্থ ‘ইলন মাস্ক’ শিরোনামে এ বছর ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়।২০১১ সালে প্রকাশের প্রথম সপ্তাহে প্রায় ৩ লাখ ৮৩ হাজার কপি বিক্রি হওয়া আইজ্যাকসনের লেখা অ্যাপলের...