নাইজার থেকে সেনা প্রত্যাহার করবে ফ্রান্স?
নাইজার থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে দেশটির সামরিক শাসকদের সাথে ফ্রান্স কথা বলছে বলে খবর পাওয়া গেছে। গত জুলাই মাসে নাইজারে অভ্যুত্থানের পর দেশ দুটির সম্পর্ক তলানিতে নেমে যাওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে বলে ফ্রান্সের একটি মিডিয়া জানিয়েছে।
খবরটি নিশ্চিত করে মালি ও সেনেগালে নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস নরমান্ড আল জাজিরাকে বলেন, তার সূত্র অনুযায়ী, ‘আংশিক’ সৈন্য প্রত্যাহার নিয়ে ফ্রান্স ও...