আষাঢ়ের স্বাভাবিক বর্ষণে বিপর্যস্ত বরিশালের কোরবানির পশুর হাট
ঈদের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনাআষাঢ়ের স্বাভাবিক বর্ষণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কোরবানির পশুর হাটে নাকাল ক্রেতাদের দূর্ভোগের শেষ নেই। ফলে দুপুর ১২টা পর্যন্ত ক্রেতা সমাগম কম থাকায় হতাশায় বিক্রেতাদের মলিন মুখ কিছুটা উজ্জল হয়ে উঠতে শুরু করলেও দুপুরের পর থেকেও আবাহাওয়া খুব অনুক‚লে ছিল না। তবে সব দূর্যোগ উপেক্ষা করেও বেশ কিছু ক্রেতা ছিলেন পশুর হাট মুখি। গতকাল মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায়...