নির্বাসনে গেলেন ওয়াগনার প্রধান
সারা দিন ধরে চলা আলোচনার ফলস্বরূপ, শনিবার রাতেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিদ্রোহ ত্যাগ করতে রাজি হন। বেলারুসের শক্তিশালী প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকসান্ডার লুকাশেঙ্কো শনিবার প্রিগোজিনের সাথে আলোচনা পরিচালনা করেছিলেন।
চুক্তির অংশ হিসাবে, প্রিগোজিনকে বেলারুশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে এবং ক্রেমলিন বলেছে যে, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হবে। লুকাশেঙ্কোর প্রেস সার্ভিস জানিয়েছে, পুতিন এতে সম্মতি জানিয়েছেন। সৈন্যরা...