নান্দনিক হবে ঢাকা গেট
ঢাকা গেট, রমনা গেট অথবা মীর জুমলার গেট যে নামেই ঢাকা হয় না কেন ঢাকা গেট নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন অযতœ অবহেলায় পড়ে থাকলেও নতুন রূপ পাচ্ছে এই ঢাকা গেট। নান্দনিক রূপে দেখা যাবে এক সময়ের অবহেলিত এই স্থাপনাটি। ঢাকা গেট নান্দনিক রূপে ফিরিয়ে আনার জন্য কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর...