চীনের সহায়তায় বিশেষায়িত হাসপাতালের একটি বরিশালে স্থাপনের দাবি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা চীনের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত বিদ্যমান দুই লেনের মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার আহ্বানও জানিয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক এবং সর্বস্তরের জনগণ।
সংবাদ সম্মেলনে, দক্ষিণাঞ্চলের উন্নয়নে আরও...