ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের তাগিদ জাতিসংঘের
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংশোধনের তাগিদ পূনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। বিশ্বসংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক আইনটির সংশোধনের জন্য মঙ্গলবার বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকা, রাজনৈতিক কর্মীদের নির্বিচার গ্রেপ্তার, নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার এবং গণমাধ্যমকর্মীদের অব্যাহত হয়রানির কথা উল্লেখ করে জাতিসংঘ দূত গভীর হতাশা প্রকাশ করেন। ডিএসএ বিষয়ে ভলকার টুর্ক বলেন, তাঁর দপ্তরের সঙ্গে দীর্ঘ...