কেউ শুনছে না বুড়িগঙ্গার কান্না
ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন মৃত। দূষিত-দুর্গন্ধময় পানি বুকে ধারণ করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এ নদী। অথচ বুড়িগঙ্গার এ কান্না কেউ শুনছে না। নদীর তীরে গড়ে উঠা শত শত অবৈধ শিল্পকারখানার কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি সরাসরি মিশছে বুড়িগঙ্গায়। এ ছাড়া রাজধানীর পয়োঃবর্জ্য অর্থাৎ ওয়াসার স্যুয়ারেজ লাইনের দূষিত বর্জ্যও সরাসরি যাচ্ছে নদীতে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে অন্তত তিন থেকে সাড়ে তিন কিলোমিটার...