অপতৎপরতার নেপথ্যে ভারত
‘ছাগল নাচে খুঁটির জোরে; কুত্তা নাড়ায় লেজ/বিকেল বেলায় সূর্য হারায় দুপুর বেলার তেজ’। কবির এই কবিতার মতোই পতিত আওয়ামী লীগে কর্মী-সমর্থক ও দিল্লির তাঁবেদার সাংবাদিক-বুদ্ধিজীবী-শিক্ষাজীবীদের অবস্থা। একদিকে সংখ্যালঘু নির্যাতনের গুজব মেশিন সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় ঘণ্টায় ঘণ্টায় নানা গুজব ছড়ানো হচ্ছে। ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। রাজধানীর শাহবাগ, গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় সংখালঘু নির্যাতনের ফানুস...