দেশপ্রেমী জনগণ গোলামী তুল্য রেল করিডোর চুক্তি রুখে দেবে- মুসলিম লীগ
ক্ষমতার লোভে স্বাধীনতা বিকিয়ে দেয়া লেন্দুপ দর্জির করুণ পরিণতি এক শিক্ষণীয় ইতিহাস। মসনদের মোহে পড়েই মীর জাফর-ঘষেটি বেগমরা দেশ-জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলার স্বাধীনতা ১৯০বছরের জন্য বেনিয়া ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। হায়দ্রাবাদ ট্র্যাজেডিতে সাঈদ আহমদ এল এদরুস নব্য মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হলেও মীরমদনের ভূমিকায় কাসেম রিজভীর আগমন ঠিকই ঘটেছিল। ইতিহাস সাক্ষী, যুগে-যুগে ক্ষমতার মোহে ক্ষমতা-লোভী বিশ্বাসঘাতক মীর জাফর-ঘষেটি বেগম-লেন্দুপ...