সংবিধান পরিবর্তন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কঠিন: জোনায়েদ সাকি
২৬ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন। তবে কিছু সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমেও করা সম্ভব। তিনি জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে দুটি দিক রয়েছে— কিছু সংস্কার নির্বাহী আদেশে সম্ভব, কিন্তু কাঠামোগত সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই করতে হবে। এজন্য জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকা জরুরি। এ জন্য জাতীয় সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে বিষয়গুলোতে ঐকমত্য রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত। আর যেসব বিষয়ে মতবিরোধ আছে, সেগুলো নিয়ে জনগণের মধ্যে জনমত গঠন করতে হবে।
এবারের স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে জোনায়েদ সাকি বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জনগণের আকাঙ্ক্ষাকে নতুনভাবে সামনে এনেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার মূল চেতনা— মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সুযোগের সমতা— এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জনগণের আত্মত্যাগের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের আরেকটি সুযোগ এসেছে।
সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এখনই সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে, যাতে আদালত এটিকে সংবিধান পরিপন্থি না মনে করে বরং সুরক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যথাযথ পরিকল্পনা ও ঐকমত্যের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বেড়ায় ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষক গ্রেফতার

জাগ্রত ভয় মনের মাঝে

আর কেউ বেঁচে নেই

সময়

মার্চের পদাবলি

অপসৃয়মাণ রেলগাড়ি

সুখ ও সৌন্দর্যে একটি পাথর

নিশিতে পাওয়া সায়লা

নাডিন গর্ডিমার : এক অসামান্য যোদ্ধার নাম

এখন আরেকদল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’

মফস্বলের সাংবাদিকরাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

ঈদুল ফিতরের পুরস্কার

ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প

কুরআনী বিচার ব্যবস্থা

প্রাণশক্তির ঈদ

ঈদুল ফিতর

নারীর নিরাপত্তা সংকট

ঈদুল ফিতরের তাৎপর্য