(পূর্বে প্রকাশিতের পর)

অলি আল্লাহ : পরিচয়, দায়িত্ব ও কর্তব্য

Daily Inqilab ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান

২১ জুন ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম

এছাড়া রাসূল (স.) অহুদের যুদ্ধে আবু সুফিয়ানের জবাব প্রদানে বলেন, আল্লাহ আমাদের অভিভাবক, অলি, তোমাদের কোন অভিভাবক নেই। সুতরাং ওয়ালঅইয়াতুন লিল্লাহ এর মর্মার্থ হচ্ছে- আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেন, তাদের অন্তর থেকে ভয়-ভীতি দূর করেন এবং অন্তর থেকে দুশ্চিন্তার অবসান ঘটান।

২. (মুমিনদের জন্য নবী করীম (স) এর অভিভাবকত্ব)।

যেমন কুরআনের বাণী: নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। এছাড়া রাসূল (স) নিজেই বলেছেন: আমি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ।

৩. (অত্যাচারীদের জন্য অত্যাচারী অভিভাবক)। যেমন কুরআনের বাণী: জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহর পরহেজগারদের বন্ধু। যেমন: কুরআনের বাণী- নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের অভিভাবক করে দিয়েছি যারা ঈমান গ্রহণ করেনি।

৪. (কাফেরদের জন্য শয়তানের অভিভাবকত্ব)।
যেমন- কুরআনের বাণী: নিশ্চয়ই আশি শয়তানদেরকে তাদের অভিভাবক করে দিয়েছি যারা ঈমান গ্রহণ করেনি।

৫. তাগুতের অভিভাবকত্ব হচ্ছে একটি মিথ্যা, বানোয়াট, ধোঁকাবাজী ও প্রতারণামূলক চক্রান্ত। এ প্রসঙ্গে কুরআনের বাণী: যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে: নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, অত:পর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অত:পর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভর্ৎসনা করো না এবং নিজেদেরকেই ভর্ৎসনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যারা জালিম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

ত্বাগুত শব্দের বিশ্লেষণ: ‘তাগুত’ অভিধানিক অর্থে এমন প্রত্যেকটি ব্যক্তিকে বলা হয়, যে নিজের বৈধ অধিকারের সীমানা লংঘন করেছে। কুরআনের পরিভাষায় তাগুন এমন বান্দাকে বলা হয়, যে বন্দেগী ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও খোদা হবার দাবীদাা সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দেগী ও দাসত্বে নিযুক্ত করে। আল্লাহর মোকাবিলায় বান্দার প্রভুত্বের দাবীদার হওয়া এবং বিদ্রোহ করার তিনটি পর্যায় আছে:

প্রথম পর্যায়: বান্দা নীতিগতভাবে তাঁর শাসন কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয় কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধাচারণ করে। একে বলা হয় ‘ফাসেকী’।

দ্বিতীয় পর্যায়: সে আল্লাহর শাসন কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করতে থাকে। একে বলা হয় ‘কুফরী’।

তৃতীয় পর্যায়: সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে। এই শেষ পর্যায়ে যে বান্দা পৌছে যায় তাকেই বলা হয় ‘তাগুত’। কোন ব্যক্তি এই তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কোনদিন সঠিক অর্থে আল্লাহর মু’মিন বান্দা হতে পারে না।

অলি আল্লাহদের দায়িত্ব ও কর্তব্য: উপরোক্ত আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট যে, অলি আল্লাহর দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। নিম্নে গুরুত্বপূর্ণ কতিপয় দায়িত্ব কর্তব্যের বর্ণনা দেয়া হল: ১. কুরআন ও সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী হওয়া। এ সম্পর্কে ইমাম জুহুরী (র) বলেন: আমাদের অতীত ওলামায়ে কেরাম বলেন, সুন্তকে আঁকড়িয়ে ধরা, ইমাম মালেক (র.) বলেন- সুন্নত হচ্ছে নূহ (আ.) এর নৌকার ন্যায়... যে তাতে আরোহন করবে সে মুক্তি পাবে এবং যে তা থেকে পিছনে থাকবে সে ডুবে মরবে।

২. আল্লাহ তা’আলার প্রতি পূর্ণ ঈমান রাখা।
৩. স্বীয় আত্মীয়ের প্রতি যত্মশীল হওয়া।
৪. পিতা-মাতা তথা আত্মীয়-স্বজন ও মুরুব্বীদের শরীয়তসম্মত আদেশের আনুগত্য করা।
৫. সন্তান-সন্তুতি তথা নিজের অধীনস্থদের প্রতি সহনশীল ও স্নেহময়ী হওয়া।
৬. প্রতিবেশীদের অধিকার আদায়ের প্রতি সজাগ থাকা।
৭. সমাজ ও দায়িত্বশীলদের প্রতি সদাচারণ, কল্যাণ, সৎপরামর্শ ও ক্ষমাশীল হওয়া।
৮. সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বদা দা’য়ী ইল্লাল্লাহ’র ভূমিকা পালন করা।
৯. নিঃশর্ত ও বিনিময়হীনভাবে দ্বীনের জন্য কাজ করা।
১০. অন্যের অধিকারকে প্রাধান্য দেয়া।
১১. কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান প্রচার করা।
১২. দ্বীন ও তাকওয়ার পূর্ণ জ্ঞান অর্জন করা।

অলি আল্লাহ ও বর্তমান সমাজ: বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় পর্যায়ে কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে বিভিন্ন দেশ এবং জনগোষ্ঠীর মাঝে এক শ্রেণীর লোক নিজেদেরকে অলি আল্লাহ পরিচয় দিয়ে বেড়াচ্ছে এবং ইসলামের মনগড়া ব্যাখ্যা ও বিশ্লেষণ করে নিজেদের অনুসারিদের মাঝে প্রচার করছে। এবং বৈষয়িক জীবনে উন্নতি সাধনে বিভিন্ন নিত্য নতুন কলাকৌশল আবিস্কার করছে। সহজ, সরলমনা অজ্ঞতাবশত অন্যায়ে লিপ্ত মানুষদেরকে মস্তিস্ক প্রসূত ও নিজেদের আবিস্কৃত বিদ’আতী (যেমন- কবর পূজা, কবরের নামে মান্নাত করা, কবরের নামে কুরবানী করা, বরকত লাভের আশায় গাছের সাথে লাল সূতা বাঁধা, নির্দিষ্ট সময়ে ভোজনের আয়োজন করা, পীরের নামে মান্নত করা ইত্যাদি) পথ ও মতকে ইসলামের নামে চালিয়ে দিয়ে তাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করছে। ফলে এ ধরণের অধম ব্যক্তিরা কুরআন ও হাদীসের সঠিক পথ থেকে বিচ্যুত হচ্ছে। এ মুহুর্তে অলি আল্লাহ তথা সত্যিকার ঈমানদারদের দায়িত্ব হবে, এ প্রকৃতির স্বঘোষিত অলি আল্লাহ নামধারী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে জাতিকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশিত ইসলাম বিরোধী মত ও পথকে দুরীভূত করে ইসলামে সঠিক ব্যাখ্য ও বিশ্লেষণ তাদের নিকট পৌঁছে দেয়া। যার প্রতি নির্দেশ করে কুরআনে এরশাদ হচ্ছে: তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যারা দ্বীনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁতে পারে।

উপসংহার: ‘অলি আল্লাহ’ শিরোনাম প্রবন্ধে এ যাবৎ যা আলোচনা করা হলো, তাতে একথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে, প্রতিটি মুসলমান নর-নারী অলি আল্লাহর অন্তর্ভূক্ত। বিশেষ কোন সম্প্রদায় বা গোষ্ঠীকে অলি আল্লাহ হিসেবে আখ্যায়িত করা কুরআন ও হাদীস তথা ইসলামী শরীআতের পরিপন্থী। একজন সত্যিকার ঈমানদার হিসেবে অলি আল্লাহর দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিজে সজাগ থেকে, আল্লাহর যমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পথ উন্মোজন করতে হবে। অতএব, মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমাদের ফরিয়াদ, তিনি যেন আমাদের সকলকে অলি আল্লাহর অন্তর্ভূক্ত করে তাঁর ঘোষিত সফলতা লাভের তৌফিক দান করেন। আমীন। (সমাপ্ত)

লেখক: অধ্যক্ষ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ইসলামি অর্থনীতির স্বরূপইসলামি অর্থনীতির স্বরূপ
হাজারো পীর-আউলিয়ার শিরোভূষণ সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি (র.)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ঘুষ : দেয়া-নেয়া দুটিই অপরাধ
আরও

আরও পড়ুন

মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

মাগুরার শালিখায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন