প্রশ্ন: কুরবানির মধ্যেও কি শান্তির বার্তা নিহিত আছে?
০৫ জুলাই ২০২৩, ০৮:০০ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০১ এএম

উত্তর: কুরবানি মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম । যেমন- আল্লাহ তায়ালা বলেন- “আমার নামাজ, আমার কুরবানি , আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য”। সুরা আনআম ঃ ১৬২ । এটি একটি আর্থিক ইবাদত । আল্লাহ তায়ালা আরো বলেন-“তোমার প্রভূর সন্তুষ্টির জন্য নামাজ পড় এবং কুরবানি কর” সুরা আল-কাওছার, আয়াত নম্বর-২ । আর এই কুরবানির গোস্তের বিধান হলো:কুরবানির পশুতে একাধিক ব্যক্তির অংশ থাকলে সে ক্ষেত্রে গোস্ত বণ্টন করার নিয়ম হলো ঃ শরহে বেকায়াহ গ্রন্থকার বলেন ঃ- কুরবানির গোস্ত ওজন করে বণ্টন করা হবে, অনুমান করে নয়। কম-বেশী হলে সকলেরই কুরবানি বাতিল হয়ে যাবে । এছাড়া কুরবানীর পশুটি হালাল উপার্জনে ক্রয় বা হালাল খাদ্যে বড় মোটা তাজা ও নিখুঁত হতে হবে। হযরত ইব্রাহীম আ: এর স্মৃতি বিজড়িত এই কুরবানীর মধ্যে মুমিনের জন্য রয়েছে এক মহা শিক্ষা ও শান্তির আধার। হযরত ইব্রাহীম আ: মহান আল্লাহ তায়ালাকে এই কুরবানীর মাধ্যমে আপন করে নিতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তায়ালাও ইব্রাহীম আ: কে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজের সান্নিধ্য দান করেছিলেন। আল্লাহ তায়ালা হযরত ইব্রাহীম আ: কে যেসব পরীক্ষা করেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাঁর নিজ সন্তানকে কুরবানী করার নির্দেশ। আল্লাহ বলেন-“অতপর যখন এমন বয়সে পৌছিল যে, পিতার সঙ্গে দৌড়াতে পারবে। ইব্রাহীম পুত্রকে বলল, বৎস! স্বপ্নে দেখলাম, আমি তোমাকে যবাহ করছি। সুতরাং তুমি ভেবে দেখ, তোমার কেমন মনে হয়। পুত্র বলল, পিতা! যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, তা করে ফেলুন। ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন।” সুরা আছ্ছাফ্ফাত: আয়াত নং-১০২। আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য হযরত ইব্রাহীম আ: এর এই আত্মত্যাগ কে বিশ^বাসীর নিকট আল্লাহ তায়ালা স্মরনীয় করে রেখেছেন। আর এই ত্যাগের কারণেই হযরত ইব্রাহীম আ: কে আল্লাহ তায়ালা জাতীর পিতা উপাধি দিয়েছেন। হযরত ইব্রাহীম আ: তাঁর সবকিছুই একমাত্র আল্লাহর নিকট উৎসর্গ করেছিলেন। যেমন আল্লাহ তায়ালা বলেন-“যখন তাঁর প্রভূ তাঁকে বললেন, তুমি আত্মসমর্পণ কর, তখন তিনি বলেছিলেন আমি বিশে^র পালনকর্তার নিকট আত্মসমর্পণ করলাম।” হযরত ইব্রাহীম আ: এর আত্মসমর্পণই তাঁর বংশধর, দেশ ও জাতির জন্য মহা শান্তির বাতাস বাইয়ে দিল। তাঁর জাতি আত্মত্যাগ করার কঠিন শিক্ষা লাভ করল। আল্লাহ তায়ালা ও অন্য যে কোন বিষয়ের জন্য ত্যাগ এক মহাগুণে পরিণত হলো।‘ আত্মত্যাগ’ গুণটি পরিহার করলে মানুষের মধ্যে মানবতা, উদারতা, মহানুভবতা, ভালোবাসা, মহাব্বত ও সম্প্রীতিবোধ কোন কিছুই অবশিষ্ট থাকে না। তাই রাসূল (সা:) বলেছেন- “যে ব্যক্তির কুরবানি করার সামর্থ আছে অথচ সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদের নামাজের মাঠে না আসে ।” সুনানু ইবনে মাজা,হাদীস নং-৩১২৩ । তাই কুরবানী করার সামর্থ থাকলে তাকে অবশ্যই কুরবানী দিতে হবে। কুরবানীর সামর্থ থাকার পর যদি কেউ কুরবানী না করে, তাহলে তার মধ্যে গরীব মিসকিনদেরকে দান করার অনীহা প্রকাশ পায়। যা মানুষের মধ্যে অশান্তির বিস্তার ঘটতে পারে। ধনীরা যখন গরীব মিসকিনদের দান খায়রাত করা থেকে দূরে থাকবে তখন সমাজের সর্বত্র ফেতনা, ফাসাদ ও অরাজকতা বৃদ্ধি পেতে থাকবে। সমাজের মানুষের মধ্যে মহব্বত ও ভালোবাসা শুন্যের কোঠায় নেমে আসবে। ধনীরা গরীব মিসকিনকে ভালোবাসবে না এবং গরীবরা ধনীদের সম্মান করবে না। হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে। কেউ কাউকে কোন অধিকার দিবে না। তাই ধনীদের কুরবানী করার মাধ্যমে সমাজে মানুষের মধ্যে মহব্বত , ভালোবাসা ও শান্তি ফিরে আসতে পারে। কুরবানী সম্পূর্ণরুপে একটি আর্থিক ইবাদত হওয়ায় একা একা করা যাবে। কুরবানী অংশিদারিত্বের মাধ্যমেও করা যাবে। সে ক্ষেত্রে সবার মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। তাই যে কাজগুলি সমষ্টিগতভাবে করতে হয় সেখানে সবার অধিকার নিশ্চিত করতে না পারলে সে কাজটি সঠিক হয় না। সে কাজ পারিবারিক কাজ হোক বা জাতীয় কাজ হোক বা আন্তর্জাতিক কাজ হোক। কোন সমষ্টিক কাজে সবার অধিকার নিশ্চিত করতে সক্ষম না হলে সেখানে অশান্তি ছাড়া কিছুই আশা করা যায় না। কুরবানীর অংশিদারীদের মধ্যে নিয়ত, অর্থ, গোস্তের বণ্টন সঠিক নিয়মানুযায়ী না হলে কুরবানি বাতিল হয়ে যায় । যে কোন একজনের নিযতের মধ্যে সমস্যা, অর্থের মধ্যে হারাম ও বণ্টনের মধ্যে অসন্তেুাষ থাকলে সবার কুরবানী বাতিল হবে। তাই যে সব কাজে সবার অংশগ্রহণ দরকার বা করতে হয় সে সবকাজে যে কোন একজনের অসুবিধা, সমস্যা ও অধিকার হরণ হলে সবাই অভিযুক্ত হবে। আর এ ক্ষেত্রে পুরো কাজটি বাতিল হয়ে যাবে। কাজেই কামনা হলে,া কুরবানীর মত মহান ইবাদত থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে সবাই তাদের অধিকার ফিরে পাবে, সুখে ও শান্তিতে দেশ ও রাষ্ট পরিচালিত হবে। ইনশাল্লাহ।
উত্তর দিচ্ছেন: মাওলানা আব্দুর রহীম, মুহাদ্দিস।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

শুরু হলো অ্যাসেসমেন্টের কাজ, শীঘ্রই খোলা হবে নতুন হল

চ্যাম্পিয়ন্স লিগে আজ দুটি হাইভোল্টেড ম্যাচ

লালপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি

বরগুনাতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মেহেরপুরে যৌথ অভিযানে হেরোইন-নগদ টাকাসহ আটক ৪

মেক্সিকোতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৯

নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লেন স্টেড

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক: পিএসসি চেয়ারম্যান

আমাদের মুল বিষয় বাণিজ্য ঘাটতি কমানো: ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বাণিজ্য উপদেষ্টা

ভাইরাল ভিডিওতে চিতা পরিবারকে পানি খাওয়ানোর দৃশ্য, তদন্তে কুনো কর্তৃপক্ষ

ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৪ মামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

কুয়াকাটায় খাল পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি উদ্বোধন

ড. ইউনূস নির্মোহভাবে কাজ করছেন, একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন : মান্না

মহেশপুর দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরে যৌথ বাহিনী চেকপোস্টে ২৬৩ যানবাহন তল্লাশি, ১৮ চালকের জরিমানা

ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রসূতির জীবন বাঁচাতে সেনা সদস্যের রক্তদান ও আজান

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন

এসএসসি পরীক্ষা : কর্মকর্তাদের জন্য মাউশির কড়া নির্দেশনা