আল-কুরানের বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান
২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সর্ব মোট ১১৪টি সূরা রয়েছে। প্রথম খেলাফত যুগে হযরত যায়েদ ইবনে সাবিত (রাঃ) কর্তৃক এসংখ্যা নির্ণিত হয়। কোন কোন সুরার আয়াত সংখ্যা স্বয়ং হুজুর (সঃ) থেকে বর্ণিত পাওয়া যায়। যেমন- সুরা ফাতেহা সম্পর্কে নবী (সঃ) ৭ আয়াতের কথা উল্লেখ করেছেন। এমনিভাবে সূরা মুলক সম্পর্কে ৩০ আয়াতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল কুরআনের তারতীব প্রসঙ্গে এই বর্ণনা পাওয়া যায় যে, জিব্রাইল (আঃ) নবী (সঃ)-কে বলেছেন যে, অমুক আয়াতটি সূরা বাকারার ২৮০ নম্বর আয়াতের পর লিপিবদ্ধ করূন। অন্য এক রেওয়াতে নবী (সঃ) কে সূরা কাহফের প্রথম ১০টি আয়াত তেলাওয়াত করার ফজিলত বর্ননা করেছেন। এ ধরনের আরো কিছু বর্ণনা পাওয়া যায়, কিন্তু সামগ্রিক ভাবে হুজুর (সঃ) এর যুগে কুরআনের সুরা ও আয়াতের গণনা বা সংখ্যা নির্ধারন সম্পর্কিত কোন রেওয়ায পাওয়া যায় না। এমনি ভাবে হযরত আবুবকর (রাঃ) এর যুগে কুরআনের আয়াতের পরিসংখ্যান করা হয়েছে এমন কোন বর্ণনাও পাওয়া যায় না। সম্ববতঃ আয়াতের পরিসংখ্যার কার্যক্রম সর্বপ্রথম হযরত ওমর (রাঃ) এর যুগেই হয়েছে। কেননা একথা বিভিন্ন রেওয়াযে পাওয়া যায় যে, হযরত ওমর (রাঃ) তারাবিহ এর নামাজের প্রতিরাকাতে ৩০ আয়াত করে তেলায়াত করার হুকুম জারী করেছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম (রাঃ) এর মধ্যে হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুল্লা ইবনে মাসউদ, হযরত আনাস, হযরত আবু দারদা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ও হযরত আয়শা(রাঃ) কুরানের আয়াত নির্ণয় করেছেন।নির্ণিত আয়াতের সংখ্যার মধ্যে বেশ কিছু প্রভেদ দেখতে পাওয়া যায়। এর কারণ হচ্ছে এই যে, অনেক আয়াতে হুজুর (সঃ) কখন ওয়াকফ করেছেন, আবার তেলওয়াত করেছেন। এমতাবস্থায় কেউ কেউ প্রথম অবস্থার দিকে দৃষ্টি রেখে এর সংখ্যা নির্ণেয় করেছেন। ফলে মোট সংখ্যা গিয়ে পার্থক্য দেখা দিয়েছে।
আয়াতের সংখ্যা: হযরত আয়েশা (রাঃ)- এর গননায় ৬৬৬৬টি, হযরত ওসমান (রাঃ) এর গননায় ৬২৫০টি, হযরত আলী (রাঃ) এর গননায়-৬২৩৬টি, হযরত মাসউদ (রাঃ) এর গননায়-৬২১৮টি, মাক্কি গননায়-৬১১২টি, ইরাকি গননায়-৬২১৪টি, বসরা গননায়-৬২২৬টি, ইসমাইল ইবনে হাফর মদনীর গননায়- ৬২১৪টি। তবে সাধারণ ভাবে কুরানে সর্বমোট আয়াত সংখ্যা-৬৬৬৬টি, ইসমাইল ইবনে হাফর মদনীর গনানায়-৬২১৪টি। তবে সাধারণ ভাবে কুরানে সর্বমোট আয়াত সংখ্যা-৬৬৬৬টি প্রসিদ্ধ লাভ করেছে।
বিষয় বস্তুর ভিত্তিতে আয়াত সংখ্যা: ওয়াদার আয়াত-১০০০, ভীতি প্রদর্শন আয়াত-১০০০, নিষেধাজ্ঞা সম্বলিত আয়াত-১০০০, আদেশ সূচক আয়াত-১০০০, উদাহরণ সম্বলিত আয়াত-১০০০; ঘটনা সম্বলিত আয়ত-১০০০, হালাল সম্বলিত আয়াত-২৫০, হারাম সম্বলিত আয়াত-২৫০, তাসবীহ সম্বলিত আয়াত-১০০ এবং বিবিধ আয়াত-৬৬টি। সর্ব মোট আয়াত সংখ্যা হচ্ছে-৬৬৬৬টি।
সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কুরআনের অক্ষর গননা করেছেন। তাঁর নির্গত অক্ষর সংখ্যা-৩,২২,৬৭১। তাবেয়ীদের মধ্যে হযরত মুজাহেদ (রাঃ) এর গণনা অনুযায়ী কুরআনের অক্ষর সংখ্যা ৩,২১,১২১। তবে সাধারণ ভাবে ৩,২১,২৬৭ সংখ্যাটি প্রসিদ্ধ লাভ করেছে।
পৃথক পৃথক ভাবে প্রত্যেক হরফ বা অক্ষরের সংখ্যা : আলিফ ৪৮৮৭৬, বা ১১৪২৮, তা ১১০৯৫, ছা ১২৭৬, জিম ৩২৭৩, হা (হুত্বি) ৩৭৯৩, খা ২৪১৬, দাল ৫৬০২, যাল ৪৬৭৭, রা-১১৭৯৩, ঝা-১৫৯০, সিন-৪৮৯১, শিন-২২৫৩, ছোয়াদ-২০১২, জ্বোয়াদ-১২০৭, তোয়া-১২৭৭, যোয়া-৮৪২, আইন-৯২২০, গাইন-২২০৮, ফা-৮৪৯৯, ক্বাফ-৬৮১৩, কাফ-৯৫০০, লাম-৩০৪৩২, মিম-৩৬৫৬০, নুন-৪৫১৯০, ওয়াও-২৫৫৩৬, হা-(হাওয়াজ)-৯০৭০, ইয়া-৪৫৯১৯।
কুরাআনের শব্দ সংখ্যা: সাহাবায়ে কিরাম সম্ববত: কুরআনের শব্দ সংখ্যা ও নির্ণয় করে থাকবেন। কেননা যে, এক্ষেত্রে তারা অক্ষর সংখ্যা নির্ণয় করেছন সে ক্ষেত্রে শব্দ সংখ্যা নির্নয় করা স্বাভাবিক। কিন্তু এ সম্পর্কে সরাসরি সাহাবায়ে কিরামের সাথে সম্পৃক্ত বর্ণনা পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় সবই তাবেইনের সাথে সম্পৃক্ত। নিুে তাবেইনের নাম সহ কুরানের শব্দ সংখ্যা উল্লেখ করা হল: হুয়াযিদ আরাজের গননা অনুযায়ী ৭৬৪৩০ আব্দুল আজীজ ইবনে আব্দুল্লার গননা অনুযায়ী ৭০৪৩৯, মুজাহিদের গননা অনুযায়ী ৭৬২৫০, সাধারন ভাবে প্রসিদ্ধ লাভ করেছে ৮৬৪৩০।
কুরআনের যের, যবর ও পেশ ইত্যাদি সংখ্যা:- যবর ৫৩২২৩, যের-৩৯৫৮২, পেশ-৮৮০৪, মদ-১৭৭১, তাশদীদ-১২৭৪ ও নুকতা-১০৫৬৮৪।
এ সংক্ষিপ্ত লিখিত আল কুরআনের বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান লিখা খানা প্রতিটি মুসলমান নর নারীর কাছে তুলে দেওয়ার জন্য সংকলন হল। পবিত্র আল কুরানের এ সূক্ষ্ম বিষয়গুলো মতভেদ ও বিভিন্ন বর্ণনা অনুযায়ী সাজানো হয়েছে। আশা করি, মুসলিম নর নারীদের অনেক অজানা বিষয় জানা হবে। আল্লাহ আমাদের তাঁর কুরআনের সামগ্রীক জ্ঞান অর্জনের তাওফিক দিন। আল্লাহ তায়ালা অধমের খেদমত কবুল করুন এবং মুসলিম সমাজকে এর দ্বারা উপকৃত হওয়ার সুযোগ ও তাওফীক দান করুন। আমিন।
লেখক: শিক্ষক ও কলামিস্ট, মোবাইল: ০১৭১৬-২৭০১২০।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন