প্রশ্ন: অমুসলিমদের সঙ্গে সদাচরণ : ইসলাম কী বলে?
২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

উত্তর: মহান আল্লাহ মানবজাতিকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন। মানুষকে অন্যান্য প্রাণী থেকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। সাধারণভাবে এ সম্মানের বিষয়টি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। এতে কোনো তারতম্য করা হয়নি। কেননা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সকলেই হজরত আদম আলাইহিস সালামের সন্তান। পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেন : ‘আর আমি আদম সন্তানদের সম্মানিত করেছি এবং তাদেরকে স্থলে ও সাগরে চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর যা সৃষ্টি করেছি, তাদের থেকে অনেকের ওপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি।’ [সুরা বনি ইসরাইল : আয়াত নং ৭০]
আদম সন্তানের এ সম্মানের বিষয়টি ব্যাপক তথা সকল মানুষই এর আওতাভুক্ত। মহান আল্লাহ নিজের অনুগ্রহের ছায়া মুসলিম-অমুসলিম সকলের জন্যই বিস্তৃত করেন। তাই তিনি জলে-স্থলে বাহনও ও রিজিক দান করেন, সকল মানুষকেই পৃথিবীর সকল কিছুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইসলামের এ দৃষ্টিভঙ্গি সকল মানুষের জন্য প্রযোজ্য। ইসলামি শরিয়তে সর্বক্ষেত্রেই মানবজাতির প্রতি এ সম্মান রয়েছে। শুধু তাই নয়, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা এবং কাজেই এ দৃষ্টিভঙ্গিটির প্রতিফলন ঘটেছে। সকল শ্রেণির মানুষের প্রতি মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল সম্মানসূচক। কোনো মানুষকে অন্যায়ভাবে অপদস্থ করা কিংবা কারও প্রতি অত্যাচার করা অথবা কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা এবং তার মর্যাদাহানী করা তাঁর স্বভাবে ছিল না। অমুসলিমদের সঙ্গে তিনি মানুষ হিসেবে স্বাভাবিক সুন্দর আচরণ করতেন। হাদিসে এমন অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। যেমন:
হজরত আসমা বিনতে আবু বকর রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন: ‘যখন কুরাইশরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, তখন আমার মা মুশরিক অবস্থায় আমার কাছে এলেন। আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আমার মা আমার কাছে এসেছেন এবং তিনি মুখাপেক্ষী, আমি কি তার সঙ্গে সদাচরণ করব? মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার সঙ্গে উত্তম আচরণ করবে।’ [সহিহ বুখারি : হাদিস নং ২৪৭৭]
যে সকল অমুসলিম-কাফের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তরবারি উন্মুক্ত করেছিলেন, তাদের প্রতিও তিনি উদারতার প্রমাণ রেখেছেন। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘নাখল’ নামক স্থানে খাসফার যুদ্ধে ছিলেন। এমন সময় মুসলিমদের অসতর্কতায় হঠাৎ গাওরাস ইবনুল হারিস নামক এক ব্যক্তি তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট এসে দাঁড়াল এবং বলল, কে এখন আপনাকে আমার হাত থেকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এ উত্তর শোনার সাথে সাথে তার হাত থেকে তরবারি পড়ে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি উঠিয়ে বললেন, এখন কে তোমাকে আমার থেকে রক্ষা করবে? সে বলল, আপনি আমার প্রতি দয়াবান হোন। মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? সে বলল, না, কিন্তু আমি আপনার সাথে অঙ্গীকার করছি যে, আমি আপনার সাথে আর যুদ্ধে লিপ্ত হব না এবং যারা আপনার সাথে যুদ্ধ করে তাদের অন্তর্ভুক্তও হব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। তারপর সে তার সঙ্গীদের নিকট গিয়ে বলল, আমি এখন পৃথিবীর সর্বোত্তম ব্যক্তির নিকট থেকে এসেছি। [সহিহ বুখারি : হাদিস নং ৩৯০৫]
লক্ষণীয় বিষয় হলো, বিশ্বমানবতার দূত হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্ষমতা থাকা সত্ত্বেও লোকটিকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি। তার থেকে প্রতিশোধও গ্রহণ করেননি। মূলত ইসলাম ভিন্ন ধর্মাবলম্বী নিরপরাধ ব্যক্তিদের সঙ্গে সহনশীল মানবতাসুলভ আচরণেরই নির্দেশ দিয়ে থাকে। সেটা মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের শিখিয়ে গেছেন।
উত্তর দিচ্ছেন: মাসউদ বিন আতহার, অফিস সহকারী (পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ), বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক), কাজলারপাড় (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকা।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীস্নান

পাঁচবিবিতে বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

গাজার ভয়াবহ চিত্র, জীবন বাজি রেখে ক্যামেরাবন্দী করছেন ফটোসাংবাদিকরা

ধবলধোলাই হয়ে রিজওয়ান বললেন, ‘হতাশার সিরিজ’

মাগুরায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও দক্ষতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার

জুলাই বিপ্লবে শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি’র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বাংলাদেশের মত, স্বরাষ্ট্র উপদেষ্টা

নগরকান্দায় বিয়ের ১ মাস হতেই ডাকাতের হাতে প্রান গেল প্রবাসীর

বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি টানছেন মুলার

নিকলীর হাওরে দুলছে কৃষকের স্বপ্ন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৭ হাজার ৬০০ মেট্রিক টন

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডাকলেন প্রধান উপদেষ্টা

ভারতে মুসলিমদের সম্পত্তি দখল এবং সংখ্যালঘু নিধনের গভীর ষড়যন্ত্র–ওয়াকফ বিল

বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক মিজান, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল ও সদস্য সচিব কবির

আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতা জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

দুমকিতে মাইক্রোবাসের চাপায় এক নারীর মৃত্যু

কলাপাড়ায় দুই সন্তানের জননীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

সিউলে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের পক্ষে হাজারো মানুষের বিক্ষোভ

মোদির প্রশংসায় পঞ্চমুখ বিএনপি! নেক্কারজনক ভূমিকায় হতবাক-বিক্ষুব্ধ নেটিজেনরা

সুরমার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় কয়েক শত শত পরিবার