প্রশ্ন: আমার নামাজ আমার অনুভ‚তি কেমন হওয়া উচিৎ?
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ এএম
উত্তর: আল্লাহর বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব দিয়ে নামাজ শুরু করি। সর্বশেষে সালাত সালাম ও দোয়ার আগে নামাজের মধ্যে আমার ইমান আমার শাহাদাকে নবায়ন করি। প্রতিবার নামাজেই এই কাজটি করে যাই। এই শাহাদা আমার ইমানে নব যৌবন দান করে। আমার ইমানের শক্তি আর গতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। কোন বাতিল শক্তি আছে আমাকে কাবু করবে! যেই তরবারী একটু পর পর শান দেওয়া হয়। শত্রæও তাকে নিশ্চয় ভয় পায়। চলতে ফিরতে ইমান আর শাহাদা বিধ্বংসী অনেক কাজ আমার সামনে ঘটে থাকে। এর কিছু আছর আমার গায়েও লাগতে পারে। এই আছর যেন বেশিক্ষণ টিকতে না পারে। আমার মধ্যে শক্তিশালী হতে না পারে। আমার নামাজের মধ্যে আবার ইমানকে পরিস্কার করে নেই। আমি রবের দরবাবে আলীশানে শাহাদা পাঠ করে আমার ইমানকে জীবন্ত করে নেই। আমি দ্বিতীয় রাকাত শেষে বা শেষ বৈঠকে পড়ছি আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। মুহাম্মাদ সা. তাঁর বান্দা ও রাসুল। অল্প কথায় ইমানের নবায়ন। অল্প কথায় অন্ধকার থেকে আলোর পথে আগমন। অল্প কথায় সকল মিথ্যাকে চুরমার করে সত্যের পথে পদার্পন।
এই শাহাদার ঘোষনা মহান রবের একমাত্র চাওয়া। আমাকে সৃষ্টি করা হয়েছে যে কাজের জন্য সে কাজের পথে এই ঘোষনার মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল। সেই ঘোষনা বার বার দিয়ে আমার ঘোষনাকে আমি সব সময় সজাগ আর জিন্দা রাখি। এই ঘোষনা আমাকে আমার কাজের প্রতি দৃষ্টি দিতে উৎসাহিত করে। আমার কর্মগুলো যাচাই করতে উদ্ভুদ্ধ করে। আমার কাজগুলো পর্যালোচনা করতে তাগিদ দেয়। নতুবা যে আমার ঘোষনা মিথ্যায় পরিণত হবে। একটি ছলনা, একটি প্রতারণার মাধ্যম হবে। আর কার সাথে প্রতারণা? আমার আপনার মালিক খালিক, আসমান জমিন সকল কিছুর মালিক মহান আল্লাহর সাথে প্রতারণা, গাদ্দারি। কত কঠিন কাজ। একটু চিন্তা করলে দেখা যাবে এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। আমি নামাজ আদায় করে আমার ঘোষনায় আমি অটল অবিচল থাকতে পারছি না। আমার ঘোষনা নিয়ে আমি চিন্তাও করছি না। বার বার আমি ইমান নবায়নের ঘোষনা দিয়েও ঘোষনার খেলাফ কত কাজ আমি করে যাচ্ছি! আসলে কোন সমজদার মানুষ কি এমন করে? একজন খারাপ মানুষও তো এভাবে প্রতিদিন বেশ কয়েক বার ঘোষনা দিয়ে খাবাপ কাজ করতে লজ্জাবোধ করে। আমি নামাজি হয়ে আমার অবস্থা তার চেয়ে আরো খারাপ। এটা কত বড় লজ্জার, অনুশোচনার। ছিঃ আমাকেই আমার ধিক্কার দিতে হয়। এত বড় অপরাধী আর পাপিষ্ট পৃথিবীতে দ্বিতীয় কে আছে? কালেমাতুশ শাহাদা একবার পড়েই মানুষ জীবন বদলে দেয়। সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় জনেরা একবার পড়েই জীবনের সব পাল্টিয়ে দিয়েছেন। তারাও আমার মত বার বার শাহাদা পড়েছেন। সঠিক পথে রয়েছেন। কিন্তু আমি বার বার হোচট খাচ্ছি। সঠিক পথ থেকে ছিটকে পড়ছি।
আমি আবারও ঘোষনা দিচ্ছি আল্লাহ ছাড়া আমার আর কোন ইলাহ নেই। মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা ও রাসুল। আমি আল্লাহ ছাড়া কারো আইন বিধান, নীতি আদর্শ, আদেশ নির্দেশ মানতে পারি না। আমি ততক্ষনই কাউকে মানতে পারি যতক্ষন ঐ ব্যক্তি আর শক্তি আল্লাহর নির্দেশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানে পথ, মত মেনে চলে। যদি দেখি এখানে সে খেলাপ করছে আমি তাকে বর্জন করি। আসলে বাস্তব জীবনে আমার অবস্থা কি এই? আমার ইমান আমার আমল কত জনের কাছে বিক্রয় করে বসে আছি। আমি সব সময় দেখি আমার নগদ লাভ আছে কি না। দুনিয়ায় লাভ আর স্বার্থের কাছে আমি বন্দি। আমার আলাদা কোন চিন্তা নেই। সবখানেই আমি নগদ লাভ আর লাভ খুঁজতে থাকি। আমার সামনে মহান রবের সন্তুষ্টির চিন্তা থাকে না, বললেই চলে। আমার শাহাদা আমি বার বার পড়ে যাই। কিন্তু আমার এই শাহাদা পাঠ আমার অন্তরে নাড়া দেয় না। আমার মধ্যে শাহাদা বিরোধী কাজে কোন চাঞ্চল্য সৃষ্টি করে না। আমার মধ্যে কোন দুঃখবোধ, কোন পেরেশানী সৃষ্টি করে না। আসলে আমার শাহাদা পাঠ কি আসলেই শাহাদা। না কি তোতাপাখির মত শুধু ঠোঁট নাড়ানো। উচ্চারণ করা। অথচ এই শাহাদার দিকে একটু নজর দিলে আমার মধ্যে কোন খারাপি, কোন পাপ কাজ, কোন পাপ চিন্তা কোন কিছুই ঘেষতে পারত না। কোন কিছু বার বার ধৌত করতে থাকলে সেখানে আর কি কোন ময়লা থাকতে পারে?
আমার ঘোষনা অনুযায়ী আমি আল্লাহ তায়ালা এবং তাঁর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ মত ছাড়া চলি না, চলতে পারি না। অথচ আজ আমি তাদের মত মানাতো দুরের কথা, জানারও চেষ্টা করি না। কত দুর্ভাগা আমি। কত দুর্ভাগা আমার চিন্তা চেতনা। কত মুনাফেকি আর কপটতা আমাকে ঘিরে আছে। এর থেকে বাঁচার জন্য আমাকেই এগিয়ে আসতে হবে। আমাকেই এ নিয়ে চিন্তা করতে হবে। আমার নামাজ অনেকটাই লোক দেখানোর মত কাজ। আমার চিত্তে আল্লাহ ভীতি আর প্রীতি জাগ্রত আর শানিত করতে সঠিক ভাবে নামাজ আদায়ের জুড়ি নাই। তবেই আমার নামাজ হবে জীবন্ত নামাজ। যা আমাকে সকল পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। রাখতে পারবে।
উত্তর দিচ্ছেন: মুন্সি আব্দুল কাদির
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ