রোজার মাসায়েল
১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম

মাহে রমজানে আল্লাহতাআলা অধিক রহমত-বরকত নাজিল করেন, এতে বান্দার কৃত গুনাহ ও পাপ জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) ঘোষণা দিয়েছেন, ‘এ মাসে পরম করুণাময় আল্লাহতাআলা তোমাদের দিকে শুভ দৃষ্টি প্রদান করেন এবং রহমত বর্ষণ করেন, তোমাদের সব গুনাহ মাফ করে দেন ও দোয়া কবুল করেন। তোমাদের মধ্যে যদি কোনো প্রতিদ্বন্দ্বী অধিক সৎ কাজ করে শীর্ষস্থান অধিকার করতে পারে, আল্লাহ তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করতে থাকেন ও ফেরেশতাদের কাছে গর্ব করেন। তোমরা অনেক বেশি সৎ কাজ করে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহর দয়া-অনুগ্রহ থেকে এ মাসে একমাত্র হতভাগ্যরাই বঞ্চিত থাকে।’ সুন্দরভাবে রোজা পালনের জন্য প্রয়োজনীয় মাসায়েল ইসলামি শরিয়তে সুনির্দিষ্ট করা আছে। সেখান থেকেই কিছু মাসায়েল নিচে উল্লেখ করা হলো।
যখন কাজা ও কাফ্ফারা ওয়াজিব
১. ইচ্ছাকৃতভাবে এমন কোনো জিনিস খাওয়া বা পান করা, যা সাধারণত খাওয়া বা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। (আলমগিরি : খ. ১, পৃ. ২০৫)। ২. যদি ইচ্ছাকৃতভাবে গিবত করার পর পানাহার করে, তাহলে তার ওপর কাজা-কাফ্ফারা উভয়ই ওয়াজিব। (ফাতহুল কাদির : খ. ২, পৃ. ৩৮০)। ৩. রোজাদার যদি সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তার ওপর কাজা-কাফ্ফারা দুটিই ওয়াজিব। (আল-ওয়াল ওয়ালিযিয়্যাহ : খ. ১, পৃ. ২২৩)। ৪. পুরুষ যদি মহিলার সঙ্গে জোরজবরদস্তি করে সম্ভোগ করে, তাহলে মহিলার ওপর শুধু কাজা ওয়াজিব, কাফ্ফারা নয়। আর পুরুষের ওপর কাজা-কাফ্ফারা উভয়ই ওয়াজিব। (আল-ওয়াল ওয়ালিযিয়্যাহ : খ. ১, পৃ. ২২৪)। ৫. ইচ্ছাকৃতভাবে স্ত্রীসম্ভোগ করা। (বুখারি, হাদিস : ১৮০১)।
যখন রোজা ভেঙে ফেলার অনুমতি আছে
যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি নেই বা রোজা রাখার দ্বারা অসুস্থতা বেড়ে যাবে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে হ্যাঁ, যখনই সুস্থ হয়ে যাবে, তখনই তার ওপর রোজা কাজা করে নেওয়া ওয়াজিব। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২০২)। ১. যে ব্যক্তি এমন দুর্বল হয়ে যায় যে রোজা রাখার শক্তি নেই। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২০৩)। ২. এমন ক্ষুধা বা পিপাসা লাগে যে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। (আলমগিরি : খ. ১, পৃ. ২০৭)। ৩. গর্ভধারিণী বা স্তন্যদানকারিণী মহিলা যদি নিজের অথবা নিজের বাচ্চার প্রাণপাতের আশঙ্কা করেন, তাহলে তাঁর জন্য রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। (আলমগিরি : খ. ১, পৃ. ২০৭)। ৪. রোজা থাকার কারণে যদি জীবনযাপনের সামগ্রী উপার্জন করতে দুর্বল হয়ে যায়, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে। তবে তা পরে কাজা করে নিতে হবে। তা-ও সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে এবং প্রতি রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ দান করে ফিদিয়া আদায় করবে। (শামি : খ. ৩, পৃ. ৪০০)। ৫. অনুরূপভাবে ফসল কর্তন করার ক্ষেত্রে, যদি রোজা থাকা অবস্থায় ফসল কর্তন করা সম্ভব না হয়, অন্যদিকে দেরি হলে ফসল নষ্ট হয়ে যাবে, তাহলে রোজা না রাখার অনুমতি আছে এবং অন্য সময় কাজা করে নেবে। (শামি : খ. ৩, পৃ. ৪০০)
নারীদের রোজার মাসায়েল
১. মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না। (তিরমিজি : হাদিস নম্বর ৭৮২)। ২. যে মেয়ে বালেগ হয়েছে অথচ লজ্জার কারণে প্রকাশ করে না এবং রোজাও রাখে না, তাহলে তার ওপর তাওবা ও ছুটে যাওয়া রোজার কাজা করা ওয়াজিব। ৩. মহিলা যদি নিজের হায়েজের আর্দ্রতা তথা পবিত্রতার নিদর্শন দেখতে পায়, যার দ্বারা বুঝতে পারে যে সে এখন পাক হতে যাচ্ছে, তাহলে রাতেই রোজার নিয়ত করবে। আর যদি পবিত্রতার নিদর্শন না দেখা যায়, তাহলে ভেতরে তুলা লাগিয়ে দেবে। যদি পরিষ্কার থাকে, তাহলে রোজা রাখবে। যদি দ্বিতীয়বার হায়েজের রক্ত এসে যায়, তাহলে রোজা ভেঙে ফেলবে। ৪. মহিলা যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল তার হায়েজ জারি হবে। তাহলেও সে রোজা ভাঙবে না। যতক্ষণ না সে তার হায়েজের রক্ত দেখতে পায়। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২৭৮)। ৫. হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহতাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেওয়া। অতঃপর কাজা করে নেওয়া। কেননা উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল : খন্ড ৩, পৃ. ২০৭)। ৬. নেফাজওয়ালা মহিলা যদি ৪০ দিন হওয়ার আগেই পাক হয়ে যায়, তাহলে রোজা রাখবে এবং নামাজের জন্য গোসল করে নেবে। ৭. আর যদি ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও রক্ত জারি থাকে, তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। কেননা তার রক্ত ইস্তেহাজা (রোগ) হিসেবে গণ্য করা হবে। (বেহেশতি জেওর : পৃষ্ঠা : ১৬০, শরহে বেকায়া : খ. ১, পৃ. ১২০)। ৮. হায়েজওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগেই পাক হয়ে যায় এবং রোজার নিয়ত করে, তাহলে তার ফরজ আদায় হবে না। (শামি : খ. ৩, পৃষ্ঠা : ৩৮৫)।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে নতুন ভর্তি ৩৩ জন

জৈন্তাপুরে ৩০ বছরেও পাকাকরণ হয়নি রাস্তা,- মানববন্ধন অনুষ্ঠিত ভোগান্তিতে হাজারও পথচারী

আক্রান্ত পারমাণবিক কেন্দ্রগুলো তদন্ত করে যা জানাল ইরান

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে কৃষকদের সাফল্য

ডা. স্বপ্নীলের রোগী দেখতে পারবেন না সনদ ৫ বছর

কুষ্টিয়ার বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জর হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কারাগারে

টাঙ্গাইলে পরিবেশ রক্ষায় বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর বৃক্ষরোপণ

শেরপুরের নকলায় লহামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে - গিয়াস উদ্দিন

রাজশাহীতে হবে বিপিএল, বাড়ানো হবে প্রিমিয়ার লিগের ম্যাচ, আশ্বাস বিসিবির

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অহত অর্ধশত গ্রেফতার ৩

স্বৈরাচারের দোসররা বাঁচার জন্য বিভিন্ন কর্ম কৌশল করতে পারে-অধ্যাপক ডা: এ. জেড. এম জাহিদ হোসেন

দেশের কল্যাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে – নাজিম উদ্দিন আলম

কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি - মতলব দক্ষিণে উত্তাপ বেড়েই চলছে,অভিযুক্ত শান্তকে দেশে ফিরিয়ে আনার দাবী

নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতের মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মী প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাকিমপুরের নারী ও পুরুষ সহ ৬ জন গ্রেফতার

কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা