বগুড়ার খেড়ুয়া মসজিদ
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া জেলায় অনেকগুলো প্রাচীন মসজিদ আছে। এর মধ্যে ইসলামী স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হলো খেড়ুয়া মসজিদ। মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুযায়ী এটির নির্মাণকাল ১৫৮২ সাল। সেই হিসেবে ২০২৪ সালে এর বয়স দাঁড়ায় ৪৪২ বছর।
চুন, সুড়কি ও ইটের সমন্বয়ে গড়ে তোলা এই মসজিদের এখন পর্যন্ত টিকে থাকাটা বিস্ময়কর বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামাজ পড়তে এসে বিস্ময়ে অভিভূত হন মুসলমানরা। মুসলমান ছাড়াও ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের শিক্ষার্থী এবং গবেষকরাও ছুটে আসেন এই মসজিদ চত্বরে।
মসজিদটির নাম কেন খেড়ুয়া মসজিদ সেটার কোনো সদুত্তোর নেই কারো কাছে। ইতিহাসবিদ মোহাম্মদ জাকারিয়া নিজের মতামত ও ব্যাখ্যায় বলেছেন, আরবি/ফারসি ভাষায় খেড়ুয়া শব্দের ব্যবহার নেই। তবে ফার্সিতে ‘খায়েরগাহ’ শব্দের প্রচলন আছে, যার অর্থ কোনো স্থান বা শহরের ভেতরে। হয়তো দুর্গের ভেতরে এই মসজিদটি হওয়ায় খায়েরগাহ মসজিদই কালক্রমে খেড়ুয়া মসজিদে রূপান্তর হয়েছে।
বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে ইমাম-মোয়াজ্জিন নিয়োগ করা করা আছে। নামাজ আদায় ও দেখভালের দায়িত্ব তারাই পালন করেন। বিশেষ উল্লেখের বিষয়, খেড়ুয়া মসজিদের ছাদে কোনো লোহা বা কাঠের বিম ব্যবহার করা হয়নি। মোটা দেয়ালের নির্মিত গম্বুজগুলো এমনভাবে বানানো হয়েছে যে সেগুলোই বিমের কাজ করছে। সম্ভবত এই নির্মাণ শৈলীর কারণে এত দীর্ঘদিন ঝড়, ভূমিকম্প মোকাবেলা করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এটি। মসজিদটি উত্তর-দক্ষিণে ১৭ দশমিক ২৭ মিটার লম্বা আর ৭ দমমিক ৪২ মিটার চওড়া। এর পূর্ব প্রান্তে তিনটি খিলান দরজা। মাঝখানেরটা বড় এবং উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। পূর্বের বড় দরজার নিচে রয়েছে মূল্যবান কালো পাথরের পাটাতন। মসজিদের ভেতরের পশ্চিমের দেয়ালে অপূর্ব কারুকাজের তিনটি মেহরাব। মসজিদের নিচের অংশ মোঘল স্থাপত্যরীতির আর ওপরের অংশটি লোদি ও শুরি সালতানাতের রীতির প্রতিফলন প্রমাণ করে মসজিদ নির্মাণকালেই হয়তো ক্ষমতার পরিবর্তনÑ পাল্টা পরিবর্তনের ঘটনা ঘটে।
এর চার কোণে দেয়াল থেকে একটু সামনে চারটি বিশাল মিনার রয়েছে। আর ছাদের ওপর রয়েছে তিনটি ৩.৭১ মিটার ব্যাসের অর্ধ গোলাকৃতির গম্বুজ, যার কার্নিশ ধনুকের মতো বাঁকা। এর তলায় রয়েছে সারিসারি খিলান আকৃতির অলংকৃত প্যানেল। মোটা দেয়ালের গাঁথুনি অপূর্ব। নান্দনিক বৈচিত্রে ভরা এর ইটের গাঁথুনির বিন্যাস। সামনের অংশের ইটে আছে ফুল-লতা-পাতা খোদাই করা বাহারি নকশার অপূর্ব সমাহার। এর বৈচিত্র্যময় মিনার, গম্বুজ, নকশা ও ইটের গাঁথুনিতে পুরো স্থাপত্যটি অত্যন্ত দৃষ্টি নন্দন। মুল মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের ধার ঘেঁষে রয়েছে তাল, নারকেল, আম ও কদম গাছের সারি, যা খুবই দৃষ্টিনন্দন। প্রায় দুই বিঘা জমির ওপর এই মসজিদ ও মসজিদ চত্বর ইটের প্রাচীরের ওপর লোহার রেলিং দিয়ে ঘিরে দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের মতে, বগুড়ার শেরপুর শহর থেকে শহরতলীর খন্দকার টোলায় অবস্থিত খেড়ুয়া মসজিদের যাওয়ার রাস্তাটি ভালোমত সংষ্কার করা খুবই জরুরি। এছাড়া শেরপুর বাস ও বেবিটেক্সি, অটো রিক্সা স্ট্যান্ড এবং ধুনট মোড় বাস স্ট্যান্ড ঐতিহাসিক স্থাপনা খেড়ুয়া মসজিদ, শাহ তুর্কানের মাজার, শালবাগান ও ধড় মোকাম ইত্যাদি পর্যটন স্পটের রাস্তাগুলোর নাম ও দূরত্ব উল্লেখ করে কয়েকটি তীর চিহ্ন দেওয়া থাকলে সফরকারী পর্যটকদের জন্য সুবিধা হতো।
লেখক: দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও ব্যুরো প্রধান, বগুড়া।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাঙামাটির সাজেকে দিনভর গোলাগুলি: ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' জবিতে ১২ ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ
শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭
ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে
ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত
বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি
সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়
হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল
নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে
ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী