ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
বেনজেমার হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

রেকর্ডে ঠাসা ম্যাচ জিতে শিরোপার কাছে বার্সা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক :

৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৯ এএম

চোটের কারণে এই মৌসুমটা মোটেই মন-মত কাটাতে পারছেন না করিম বেনজেমা। অথচ এমন একটা মৌসুমেই ফরাসি এই স্ট্রাইকার স্পর্ষ করেছেন দুটি অসাধারণ মাইলফলক। ফেরেন্স পুসকাসের পর প্রথম রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসেবে ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক পেয়েছেন। তাছাড়া এ বছরই রিয়ালের জার্সিতে প্রথমার্ধে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মাস চারেক আগে। পরশু রাতে আবারও প্রথমার্ধে হ্যাটট্রিকের অনন্য স্বাদ পেলেন বেনজেমা। তাতেই স্প্যানিশ লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে রিয়াল। এই কীর্তি গড়ার পথে ফরাসি স্ট্রাইকার রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নিজের গোলের ব্যবধান নামিয়ে আনলেন দুই অংকে।
এই মৌসুমে চোটের কারণে ছন্দ ধরে রাখতে পারেননি বেনজেমা। গোল কমেছে তার, কমেছে এসিস্টও। এর প্রভাব পড়েছে মাদ্রিদের লিগ দৌড়ে। লিগে ১১ ম্যাচে খেলতে পারেননি বেনজেমা, বার্সেলোনার চেয়ে ঠিক ১১ পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ। বাস্তবতা হচ্ছে বার্সালোনার লিগ শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার। তবে চোট কাটিয়ে ফেরা বেনজেমা অন্য দুটি শিরোপা জেতার লক্ষ্যে এখনও রিয়ালের আশার আলো জ্বালিয়ে রেখেছেন।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপ্যুণ্যে ৫ মিনিটেই প্রথম গোল পেয়েছেন বেনজেমা। ১৭ মিনিটে অন্য প্রান্তে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর দুর্দান্ত ব্যাক হিলের সুবাদে আবার গোলের দেখা পেলেন বেনজেমা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক প‚র্ণ করেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে মাদ্রিদের অন্য গোলটি করেছেন রদ্রিগো। হ্যাটট্রিক করে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রবার্ট লেভান্দোভোস্কির আরেকটু কাছে গিয়েছেন বেনজেমা। এই মৌসুমে লিগে ২১ ম্যাচ খেলা ফরাসি স্ট্রাইকারের গোল ১৭টি। ওদিকে পরশু রাতেই বেতিসের বিপক্ষে গোল করা লেভান্দোভোস্কির গোল ১৯টি। ম্যাচ অবশ্য ৭টি বেশি খেলেছেন পোলিশ স্ট্রাইকার। অন্যদিকে বেনজেমার ৬টি গোল পেনাল্টি থেকে। পোলিশ স্ট্রাইকার পেনাল্টি থেকে কোন গোল করেননি।
রোনালদোর সঙ্গেও ব্যবধান কমিয়ে এনেছেন বেনজেমা। মাদ্রিদের জার্সিতে ৪৩৮ ম্যাচেই ৪৫০ গোল করেছেন রোনালদো। এক সময় অনেক পিছিয়ে থাকা বেনজেমা গত পাঁচ বছরের ধারাবাহিকতায় ধীরে ধীরে ব্যবধান কমিয়েছে। আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বেনজেমার মাদ্রিদ গোল এখন ৩৫২টি। তবে মাদ্রিদে ১৪ বছর কাটিয়ে দেয়া বেনজেমা যদি রোনালদোকে টপকাতে চান, তাহলে তাকে আরও ৩ মৌসুম খেলতে হবে। কারণ পরিসংখ্যান বলছে নিজের সেরা ফর্মেও ৯৮ গোল পেতে অন্তত তিন বছর খেলতে হয়েছে বেনজেমাকে।
একই রাতে ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমেছিল বার্সালোনা। সবশেষ ৫ ম্যাচে কেবল দুটি জয় ছিল কাতালান জায়ান্টদের। বার্সার পারফরম্যান্স নিয়ে একটু একটু করে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ১০ জনের বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তা থামানোর পাশাপাশি লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল।
এই ম্যাচে অভ‚তপ‚র্ব এক দৃশ্য দেখা গেল। বেতিসের জার্সিতে খেলছিলেন উইঙ্গার হোয়াকিন। মৌসুম শেষে অবসরে যাওয়ার ঘোষণা দেয়া ৪১ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারে লা লিগার ইতিহাসের বয়োজেষ্ঠ্য খেলোয়াড়ে। এই ম্যাচকে বার্সা কোচ জাভি ব্যাপারটিকে একদম ইতিহাসেই জায়গা করিয়ে নিতে চাইলেন মনে হয়। নামিয়ে দিলেন একাডেমির উইঙ্গার লামিনে ইয়ামালকে। একই ম্যাচে লিগের বয়োজেষ্ঠ্য খেলোয়াড়ের সঙ্গে দেখা মিললো বার্সেলোনার ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়েরও। মাঠে নামার সময় ইয়ামালের বয়স ছিল ১৫ বছর ২৯০ দিন।
ম্যাচে ক্রিস্টেনসেন, লেভান্দোভস্কি ও রাফিনিয়ার গোলে প্রথমার্ধেই ১০ জনের বেতিসের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৮২ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ে। পরের মিনিটেই ইতিহাস ইয়ামালের। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। সেন্টারব্যাক লুইজ ফেলিপে ১২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ায় তার বদলি হয়ে নামেন এদগার গনঞ্জালেস। পরের ২১ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিসের এই ডিফেন্ডার। ১৯৭২ সালে আন্তনিও হিদালগো ও ২০০৩ সালে দেপোর্তিভোর হয়ে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার অনাকাক্ষিত এক পাতায় নাম লিখিয়েছেন এদগার। লা লিগার ইতিহাসে বদলি হয়ে নেমে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া তৃতীয় খেলোয়াড় তিনি। ৩২ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৬৮ পয়েন্ট।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন