তাসকিন কীর্তির পর বিজয় গাঁথা
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে গতি তারকা তাসকিন আহমেদ এবং অধিনায়ক এনামুল হক বিজয় ঝলকে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারালো দুর্বার রাজশাহী। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় রাজশাহী। আগে ব্যাট করে শাহাদাত হোসেনের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা ক্যাপিটাল। জবাবে অধিনায়ক এনামুল হক বিজয় ও অলরাউন্ডার রায়ান বার্লের অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে ১১ বল হাতে রেখেই বড় জয় তুলে নেয় দুর্বার রাজশাহী।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন বিপাকে পড়েন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে রাজশাহীর পেসার তাসকিন আহমেদের গতির সামনে অনেকটা অসহায় দেখা যায় ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানকে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান লিটন। তাসকিনের বলে ইয়াসির আলীকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিজের ইনিংসে পাঁচটি বল খেললেও কোনো রান পাননি লিটন। দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতন হলে ঢাকার আরেক ওপেনার তানজিদ হাসান ঠিকমতো নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে অনেকটা দায়িত্ব-জ্ঞানহীন ব্যাট চালিয়ে আউট হন তিনি। ১০ বলে ৯ রান করে আকবর আলীর তালুবন্দী হয়ে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন তানজিদ। মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে দিশেহারা ঢাকা। এমন অবস্থায় দলকে ম্যাচে রাখেন ইংলিশ ব্যাটার স্টিফেন এসকিনাজি ও স্থানীয় শাহাদাত হোসেন। এ দুইজনের ৪৭ বলে ৭৯ রানের জুটি দলের সংগ্রহকে কিছুটা মজবুত করে। স্টিফেন আউট হন এগারোতম ওভারের পঞ্চম বলে। তাকে বোল্ড করে ফেরান হাসান মুরাদ। ফেরার আগে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন স্টিফেন।
অধিনায়ক থিসারা পেরেরা ঝড়ো ব্যাটিং করলেও বেশিদূর যেতে পারেননি। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করে ইয়াসির আলীর তালুবন্দী হয়ে মোহর শেখের প্রথম শিকার হন থিসারা। ১৬.১ ওভারে দলীয় ১৩৭ রানে আউট হন শাহাদাত। তাসকিনের বলে রায়ান বার্লকে ক্যাচ দিয়ে ফেরার আগে অবশ্য নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন শাহাদাত। তার ৪১ বলের ইনিংসে ছির ৭ বাউন্ডারির মার। ঢাকার আমেরিকান অলরাউন্ডার শুভম রঞ্জন কিছুটা মারমুখি হওয়ার চেষ্টা করলেও ইনিংস তেমন বড় করতে পারেননি। যদিও শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। শেষ ওভারের পঞ্চম বলে তাসকিনের শিকার হয়ে ফেরেন শুভম। আউট হওয়ার আগে ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন তিনি।
ঢাকার ব্যাটিং লাইনআপকে মূলত কঠিন পরীক্ষায় ফেলেন রাজশাহীর গতি তারকা তাসকিন আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কুড়ি ওভারের ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। এই রেকর্ড গড়ার পথে তাসকিন ৪ ওভারে খরচ করেন মাত্র ১৯ রান। এই ফরম্যাটে তাসকিন বাদে আরও দুই ক্রিকেটারের ৭ উইকেট নেওয়ার ইতিহাস আছে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে লেস্টারের বোলার কলিন অ্যাকারম্যান বার্মিংহামের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রান খরচায় ৭ উইকেট। এদের পাশে ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক টি-টোয়েন্টি ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি এখন বাংলাদেশের তাসকিনের।
জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে দুর্বার রাজশাহীও। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারায় তারা। প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ১৩ রানে আউট হন ওপেনার মোহাম্মদ হারিস (৫ বলে ১২ রান)। তাকে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারের পঞ্চম বলে পেসার মুকিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার জিসান আলম (৮ বলে ০ রান)। তবে তৃতীয় উইকেটে এসে ঘুরে দাঁড়ায় রাজশাহী। অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী মিলে গড়েন ৪২ রানের জুটি। ইয়াসির ২০ বলে ২২ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর রায়ান বার্লের সঙ্গে বিজয়ের ৫৬ বলে ১০৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছৈ যায় রাজশাহী। ৪৬ বল খেলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। আর ৩৩ বলে ৫ চার ও ৩ ছয়ের মারে অপরাজিত ৫৫ রান করেন বার্ল। তাদের এই জুটির ওপর দাঁড়িয়েই ১১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দুর্বার রাজশাহী।
ঢাকার বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার পান রাজশাহীর গতি তারকা তাসকিন আহমেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল