সব কন্ডিশনের ভালো দল বানাতে চান সাকিব

সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করবে না বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১০ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম

কী টেস্ট, কী ওয়ানডে- ইংল্যান্ডের বিপক্ষে কখনোই কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে ইংলিশদের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি সিরিজেই টাইগাররা দেখছে সিরিজ জয়ের স্বপ্ন। গতপরশু চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ইংল্যান্ডকে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে ইংল্যান্ডের তোলা ১৫৬ রান ৪ উইকেট খুইয়ে সাকিব আল হাসানের দল পেরিয়ে যায় ২ ওভার আগেই। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় এই সিরিজ না জিতে ঘরে ফিরতে চায় না বাংলাদেশ দল। ভেন্যু বদলে সিরিজের বাকি দুই ম্যাচ হবে মিরপুরে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পরের দুই ম্যাচ হবে আগামীকাল ও ১৪ মার্চ। এর যেকোনো একটিতে জিতলেই দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দে ভাসতে পারবে স্বাগতিকরা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়েই বেশি আশা ছিল বাংলাদেশের। সেখানে আসেনি প্রত্যাশিত ফল। বরং টি-টোয়েন্টিতেই এখন সিরিজ জেতার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়ে গেছে। প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ায় সেই সুযোগটা লুফে নেওয়া উচিত বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৫১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি ব্যাটার শান্ত। এমন দাপুটে জয় তাদেরকে বাড়তি প্রেরণা দিবে বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি, ‘প্রথম ম্যাচ জিততে পেরেছি, এটা দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা যখন দ্বিতীয় ম্যাচ খেলতে যাব, নতুন করে শুরু করতে হবে। এখন যদি চিন্তা করি, এই ম্যাচটা জেতার পর আমাদের দলের মোটিভেশন বা চিন্তা-ভাবনা অনেক বদল আসবে।’ সাগরিকার বদলে বাকি দুই ম্যাচের ভেন্যু মিরপুরের হোম অব ক্রিকেট। যেকোনো একটিতে জিতলেই দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দে ভাসতে পারবে স্বাগতিকরা। এমন সুযোগ তাই হেলায় হারাতে চান না শান্ত, ‘এখন যে অবস্থায় আছি, এখান থেকে সিরিজ জেতা উচিত। কিন্তু এখনও আমাদের নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’

ক্ষুদ্র সংস্করণের বিশ^ চাম্পিয়নদের বিপক্ষে জয়টিও এসেছে দাপট দেখিয়েই। তিন বিভাগেই সমানতালে পারফর্ম করেছে দল। দল যেভাবে খেলেছে, প্রত্যেকে যেভাবে তাদের দায়িত্ব পালন করেছে, তাতে খুব খুশি সাকিব আল হাসান। দলের এমন ভয়ডরহীন মনোভাব আগামীতেও দেখতে চান বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, দলের কাছ থেকে এর বেশি কিছু আর চাইতে পারতেন না তিনি, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচটি খেলেছি, তা ছিল অসাধারণ। এর চেয়ে বেশি কিছু দলের থেকে চাইতে পারি না। বোলিংয়ে আমরা (প্রথম ১০ ওভারে) কিছুটা চাপে ছিলাম, কিন্তু কেউ আতঙ্কিত হইনি। প্রত্যেকে জানত তাদের কী করতে হবে। প্রত্যেক বোলার নিজেদের পরিকল্পনায় অটল ছিল। আমার ক্যাচ ছাড়া (জস বাটলারের ক্যাচ মিস) বাদে প্রত্যেকে ভালো ফিল্ডিং করেছে। এভাবেই (ভয়ডরহীন মনোভাব) আমরা খেলতে চাই। টি-টোয়েন্টিতে বেশি চিন্তা না করলে ভালো পারফর্ম করা যায়। এই পরিবেশটাই আমরা ড্রেসিং রুমে তৈরি করার চেষ্টা করছি। আশা করি, আমরা এভাবে চালিয়ে যেতে পারব।’

এখান থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ে তোলায় নজর দিতে হবে বলে মনে করেন সাকিব, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে, যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে, খুব ভালো শুরু হয়েছে। এখান থেকে আমরা দল গড়ে তুলতে পারি। আমরা আরও ভালো করতে পারি, যাতে বিশ্বকাপ এলে খুব ভালো দল দিতে পারি।’ ক্ষুদ্র সংস্করণের পরবর্তি বিশ^কাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সেই হিসেবে কন্ডিশন আর উইকেট মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের। তবে সেসব নিয়ে ভাবছেন না অধিনায়ক। দেশসেরা অলরাউন্ডার চান সব কন্ডিশনেই যেন বাংলাদেশ ভালো একটা ভালো দল হয়ে গড়ে ওঠে, ‘আমরা উইকেট নিয়ে ভাবতে চাই না, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না। আমরা একটা ভালো দল হয়ে উঠতে চাই। আমরা যেকোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চাই। ভালো দলগুলো এটাই করে।’

এদিকে, এরই মধ্যে এই দলটির মাঝেই ভালো একটি দলের ছায়া খুঁজে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। সাবেক এই দেশসেরা অধিনায়কের মতে ইংল্যান্ড সিরিজের এই দলটিই আগামী দিনে হয়ে উঠবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধি। ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়ের পর নিজের ফেসবুক পেইজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘এই দলটা হারুক-জিতুক, সবারই উচিত তাদেরকে ব্যাক (সমর্থন) করা। তরুণদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছু দিন একসাথে খেলতে পারলে দারুণ কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ।’ অভিনন্দন জানাতে ভোলেন নি দীর্ঘ দিন পর এই ম্যাচের দল থেকে বাদ পড়া অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল
হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড
আর্সেনালের বড় জয়ে অপেক্ষা বাড়ল লিভারপুলের
দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করবে দল: সালাহউদ্দিন
টিভিতে দেখুন
আরও
X

আরও পড়ুন

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

আবাসন সংকটে জবি শিক্ষার্থীরা একযুগে বেদখল হলগুলো হল দখল করে আ.লীগ নেতারা গড়েছে বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত :ছাত্রদল

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিটের নিষ্পত্তিতে নতুন বেঞ্চ গঠন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রাষ্ট্রদূত সুফিউর রহমান

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

আসামি গ্রেফতারে পূর্বানুমোদনের আদেশ হাইকোর্টে চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে আজ শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

লেস্টার সিটিকে অবনমিত করে উৎসবের অপেক্ষায় লিভারপুল

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

কৃষিতে ড্রোন পদ্ধতি চালু করতে চীনের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি করেছেন ভিপি নুর

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

বিভেদ কমিয়ে সমঝোতায় না এলে সবকিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে : এবি পার্টি

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

আমদানি মূল্য পরিশোধে নতুন নিয়ম : ত্রুটিপূর্ণ বিলেও ছাড়

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

উচ্চ আদালতের নিরাপত্তা নিশ্চিতে রুল

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

‘আমাদের যেন সরকারি কবরস্থানে একইসঙ্গে দাফন করা হয়’

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

আমদানিকৃত পণ্যে কিউ.আর. কোড বাধ্যতামূলক চেয়ে রিট

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বহিরাগতসহ ৮ জনের নামে মামলা

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

বিদেশে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার