আফগানিস্তান সিরিজে বাবরের পরিবর্তে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি!

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১১ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০২:৫৬ এএম

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। শারজায় আগামী ২৪ মার্চ শুরু হবে দুই দলের এই প্রতিযোগিতা।

তবে আসন্ন এই সিরিজে বাবর আজমের জায়গায় পাকিস্তান দলের অধিনায়কত্ব করতে পারেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। খবর- জিও নিউজ। গণমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এই সিরিজে বর্তমান অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিশ্রাম পেতে পারেন। তরুণদের সুযোগ দিতেই নাকি তাদের বিশ্রাম দেয়া হবে।

এছাড়া বলা হয়, পাকিস্তানের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ব্যাটসম্যান সেলিম আইয়ুব, হাসিবুল্লাহ খান প্রথমবারের মতো ডাক পেতে পারেন এই সিরিজে। পাকিস্তানের হয়ে তিনটি টি–টোয়েন্টি খেলা আজম খানও ডাক পেতে পারেন। কপাল খুলতে পারে তরুণ পেসার ইহসানউল্লাহরও।

পাকিস্তান-আফগানিস্তানের এই সিরিজটি ২৫, ২৭ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ ম্যাচগুলো মাঠে গড়াবে।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন