লিন্টট-সাকিব তা-বে সুপার লিগে মোহামেডান
১১ এপ্রিল ২০২৩, ১১:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম

ম্যাচটা হারলে পরের পর্বে যাওয়ার আশা প্রায় মিইয়ে যেত মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা তারকাদের নিয়েও অবশ্য হারতে বসেছিল তারা। শেষ পর্যন্ত মোহামেডানের জয়ের নায়ক ইংলিশ স্পিনার জ্যাক লিন্টট। ব্যাটে বলে অবদান রেখে পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারায় মোহামেডান। শুরুতে হ্যাটট্রিক হারের পর টানা চার ম্যাচ জিতে সুপার লিগে নাম লিখিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
আগে ব্যাট করে মোহামেডানের করা ১৯০ রানের পুঁজি টপকাতে এক পর্যায়ে ২ উইকেটে ১০৫ রানে ছিল ব্রাদার্স। এরপর আচমকা ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৮০ রানেই থেমে যায় তারা। মোহামেডানকে জেতাতে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন রিস্ট স্পিনার লিন্টট, ব্যাট হাতেও তিনি করেন ২৮ রান। সাকিব ৩০ রানে পেয়েছেন ২ উইকেট। এর আগে দলের বিপর্যয়ে ৩৭ রানের ইনিংস খেলেন সাকিব। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে অবশ্য সর্বোচ্চ ৫৮ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাটে।
১৯০ রানের ভেতর প্রতিপক্ষকে আটকাতে প্রথম ব্রেক থ্রু আনেন সাকিবই। তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে তুলে নেন তিনি। সপ্তম ওভারে ফের সাকিবের আঘাত। এবার ছন্দে থাকা ব্রাদার্সের ব্যাটার সাব্বির হোসেনকে শিকার ধরেন শীর্ষ তারকা। এরপরই আনিসুল ইসলাম ইমন আর জাহিদুজ্জামানের জুটিতে দাঁড়িয়ে যায় ব্রাদার্স। ছোট রান তাড়ায় সাদা-কালো শিবিরে ভয় ধরিয়ে দিতে থাকেন তারা। ৭১ রানের জুটির পর ছোবল হানা শুরু লিন্টটের। ৪৭ বলে ৪০ করা আনিসুল ক্যাচ দিয়ে ফেরেন তার বলে।
আনিসুলের বিদায়ের পর তাসের ঘরের মতো ধসে যেতে থাকে ব্রাদার্স। এক রানের ভেতর ৪ উইকেট হারিয়ে বসে তারা। ১৫২ রানে ৮ উইকেট পড়ার পর খেলা হেলে যায় মোহামেডানের দিকে। তবে মিনহাজুল আবেদিন সাব্বির টেল এন্ডারদের নিয়ে জিইয়ে রাখেন ব্রাদার্সের আশা। ৬৯ বলে ৩৬ করা মিনহাজুলকে দলের ১৭০ রানে ফেরান শুভাগত হোম চৌধুরী। শেষ উইকেটেও জেতার আশা ছিল। ১০ রান দূরে থাকতে আব্দুল গাফফার রনিকে থামিয়ে উৎসবে মাতেন লিটন্ট।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে মোহামেডান ছিল বিপর্যস্ত। মোহর শেখ অন্তরের তোপে ৫৯ রানে ইমরুল কায়েস, মাইদুল ইসলাম, সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে দুই অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ যোগ করেন ৫৩ রান। সাকিব ৩৭ করে আনিসুলের শিকার হলেও মাহমুদউল্লাহ তুলে নেন ফিফটি। অবশ্য দলকে বড় পুঁজিই পাইয়ে দেওয়ার আগে বিদায় নেন তিনিও। শেষ দিকে লিন্টট ২৮ রান করলে দুশোর কাছে যেতে পারে মোহামেডান। ওই পুঁজি নিয়ে দলকে জেতাতেও মূল ভূমিকায় ছিলেন লিন্টট।
ঢাকা প্রিমিয়ার লিগে এদিন মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৫ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। বিকেএসপিতে ঢাকা লেপার্ডের বিপক্ষে ৭৬ রানে জিতেছে শাইনপুকুর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙামাটিতে হলুদের বাম্পার ফলন: প্রায় ২শত ৫০ কোটি টাকার হলুদ উৎপাদন

আশুলিয়ায় ডাকাতি হওয়ার আটদিন পর রডভর্তি ট্রাক উদ্ধার, আটক ২

ফরিদপুরে নারী, শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদ

লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ

কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক

হাইকোর্টে রায় বহাল থাকায় আবরার ফাহাদের মায়ের সন্তোষ প্রকাশ

দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর, বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে চুরি ও ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার

হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ

তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস” নামের অবৈধ ইটভাটা

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার, গ্রেপ্তার ২

অল টাইম’ এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কাউবেল

পাকিস্তানে যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ৩৫

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ক্যাম্পে বিএনপি নেতা

নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন: সিইসি

মিলেছে ছাড়পত্র, বাড়িতে ফিরেছেন এ.আর. রহমান

মহেশপুর সীমান্তে বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেল বিএসএফ

বার্সা-আতলেতিকো মহারণ আজ

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১