নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
আবুধাবি টি-টেন লিগ চলাকালে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের কারণে তাদের তরফ থেকে আটজন খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। সেই তালিকায় আছেন এক সময় বাংলাদেশ জাতীয় দলে খেলা অলরাউন্ডার নাসির হোসেন। গতকাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ওয়েবসাইটে ওই খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে। অভিযোগগুলো ২০২১ সালের আবুধাবি টি-টেন লিগের সঙ্গে সম্পর্কিত। ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর থেকে হওয়া টুর্নামেন্টটিতে ছয়টি দল খেলেছিল।
অভিযুক্ত আটজনের মধ্যে আছেন খেলোয়াড়, কর্মকর্তা ও দলের মালিক। তাদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তারা আবুধাবি টি-টেন লিগের ম্যাচগুলোতে দুর্নীতির চেষ্টা করেছেন। তবে সেসব প্রচেষ্টা ব্যাহত সফল হয়নি। ৩১ বছর বয়সী নাসিরকে অভিযুক্ত করা হয়েছে তিনটি ধারা ভঙ্গের দায়ে। ইসিবির দুর্নীতিবিরোধী কোডের ২.৪.৩ ধারা অনুসারে, নাসির ৭৫০ ডলারের উপহারের রসিদ আইসিসির নিয়োগকৃত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। ২.৪.৬ ধারা অনুসারে, সম্ভাব্য দুর্নীতির বিষয়ে তদন্তে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন বা ব্যর্থ হয়েছেন।
নাসির ছাড়াও আইসিসি অভিযুক্ত করেছে কৃষাণ কুমার চৌধুরী, পরাগ সাংভি, আসহার জাইদি, রিজওয়ান জাভেদ, সালিয়া সামান, সানি ধিলন ও শাদাব আহমেদকে। এদের মধ্যে কৃষাণ ও পরাগ দলের যৌথ মালিক, আসহার ব্যাটিং কোচ, ধিলন সহকারী কোচ এবং রিজওয়ান, সালিয়া ও শাদাব খেলোয়াড়। নাসির ও শাদাব ছাড়া বাকিদের অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সবাইকেই গতকাল থেকে আগামী ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০
কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক
পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর