৪১৫ রানের রেকর্ড গড়া ম্যাচে নায়ক ওয়ার্নার
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। রান তাড়ায় দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু অ্যাডাম জ্যাম্পার ঘূর্ণীতে শেষ পর্যন্ত জয়ের ঠিকানায় পৌছাতে পারেনি ক্যারিবীয়রা। সফরকারীদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছে অজিরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ২১৩ রান। জবাবে ৮ উইকেটে ২০২ রানে আটকে যায় ক্যারিবীয়দের ইনিংস। ম্যাচে মোট রান হয়েছে ৪১৫। টি-টোয়েন্টিতে এই দুই দলের মিলিত রান এটি।
৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক বাঁহাতি ওপেনার ওয়ার্নার। পরে বল হাতে ২৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন জ্যাম্পা। তার শিকার যথাক্রমে জনসন চার্লস, নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেল।
চারটি ক্যাচ নিয়ে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন শেন অ্যাবোট।
হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ৪৮ বলে ৯৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও জশ ইংলিশ। এরমধ্যে মাত্র ২২ বলে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচে ২৫তম হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার।
৫টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৯ রান করা ইংলিশকে বিদায় করে অষ্টম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার।
মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টয়নিস ৯ রান করেন। ওয়ার্নার ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৭০ রান করে আউট হন।
ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৫০ রান তুলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ এনে দেন টিম ডেভিড ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২শ রানের কোটা র্স্পশ করলো অস্ট্রেলিয়া।
৪টি চার ও ২টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৭ রান করেন ডেভিড। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ওয়েড করেন ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন।
২১৪ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চালর্স। ৬টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা চার্লসকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার এডাম জাম্পা।
টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে আউট হন কিং। পেসার মার্কাস স্টয়নিসের শিকার হবার আগে ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন কিং।
১১তম ওভারে দলীয় ১০০ রানে দুই ওপেনারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৩ রানে অষ্টম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে ২ উইকেট হাতে নিয়ে শেষ ১৫ বলে ৫১ রানের দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।
এ অবস্থায় শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন হোল্ডার। কিন্তু ৩টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে হোল্ডারের অপরাজিত ৩৪ রানেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার ৮ উইকেটে ২০২ রানের করে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জাম্পা ৩টি ও স্টয়নিস ২টি উইকেট নেন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২১৩/৭ (ডেভিড ৭০, ইংলিস ৩৯, মার্শ ১৬, ম্যাক্সওয়েল ১০, স্টয়নিস ৯, ডেভিড ৩৭*, ওয়েড ২১, অ্যাবট ০, জ্যাম্পা ৪*, আকিল ৪-০-৪২-০, হোল্ডার ৩-০-৩৭-১, জোসেফ ৪-০-৪৬-২, রাসেল ৪-০-৪২-৩, শেফার্ড ৪-০-৩৮-১)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০২/৮ (কিং ৫৩, চার্লস ৪২, পুরান ১৮, পাওয়েল ১৪, হোপ ১৬, রাসেল ১, রাদারফোর্ড ৭, শেফার্ড ২, হোল্ডার ৩৪*, আকিল ৭*, বেহরেনডর্ফ ৩-০-৩৮-১, হেইজেলউড ৪-০-৪৪-০, ম্যাক্সওয়েল ২-০-৩১-১, অ্যাবট ৪-০-৪১-১, জ্যাম্পা ৪-০-২৬-৩, স্টয়নিস ৩-০-২০-২)
ফল: অস্ট্রেলিয়া ১১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ক্রীড়া ফেডারেশনগুলো জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে: আসিফ
বৃষ্টির কবলে উইন্ডিজ-ইংল্যান্ড শেষ টি-টোয়েন্টি
ইতালির বিপক্ষে হিসাব চুকাল ফ্রান্স,ইংল্যান্ডের গোল উৎসব
হল্যান্ডের হ্যাটট্রিকে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ম্যাককালাম যোগ দেয়ার আগেই চাকরি গেল দুই সহকারী কোচের
এক যুগ পর কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়
আ. লীগ নেতা হানিফের সাম্রাজ্য দেশ-বিদেশে সম্পদের পাহাড়
‘সবার চোখেই সাদা পোশাকের রঙিন স্বপ্ন’
দাবি মিটিয়ে অমিতের আরেকটি সেঞ্চুরি
হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ডিবি পুলিশ ও প্রেমিকার পরিবার- অভিযোগ স্বজনদের
না.গঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৯৬ জন আক্রান্ত
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৩৭৭ জনের : বিআরটিএ
সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষনা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে ____সারজিস আলম
সংবিধান সংস্কার কমিশনের সাথে পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচনী রোডম্যাপ ছাড়া দেশে স্বস্তি ফিরবে না : বুলু
সড়ক নিরাপদে পদক্ষেপ নিচ্ছে ডিএনসিসি
ভূমিতে তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা
খেলাপি ঋণ বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা
আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামির বিরুদ্ধে মামলা, সাময়িক বরখাস্ত দুই পুলিশ সদস্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ