লজ্জার ম্যাচে মুমিনুল-তাইজুলের অনন্য কীর্তি
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
মুমিনুল হক তখন ক্রিজে। চট্টগ্রাম টেস্টে গতকাল তৃতীয় দিনে পঞ্চম ওভারের খেলা চলছিল। কাগিসো রাবাদার তিন বলের মধ্যে ফিরলেন মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম। আগের দিন দ্বিতীয় দিনের খেলা শেষে যে স্কোরটি ছিল ৪ উইকেটে ৩৮, সেটাই হয়ে দাঁড়ায় ৮ উইকেটে ৪৮। বাংলাদেশ তখন নিজেদের টেস্ট ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার শঙ্কায়। প্রায় তিন বছর আগে মিরপুর টেস্টের সেই দুঃস্বপ্ন ফিরবে না তো! পাকিস্তানের বিপক্ষে সেবার নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার চট্টগ্রামে সেই শঙ্কা থাকলেও মুমিনুল ও তাইজুল ইসলাম ভেবে রেখেছিলেন অন্য কিছু। তাইজুল দশম ব্যাটসম্যান হিসেবে নামার পর নবম উইকেটে তার সঙ্গে ১৭২ বলে ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল।
মুমিনুল-তাইজুলের এই জুটির মধ্য দিয়ে নতুন এক নজিরও দেখল টেস্ট ক্রিকেট। কুলীন এই সংস্করণের ১৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশই প্রথম দল হিসেবে ৫০ রানের কমে ৮ উইকেট হারানোর পর নবম কিংবা তার পরের উইকেট জুটিতে ১০০+ রান তোলার নজির গড়ল। মধ্যাহ্ন বিরতি পেরিয়ে দ্বিতীয় সেশনে জুটিটি যখন ভেঙেছে, তখন অন্তত নিশ্চিত হারের মধ্যেও ‘পাল্টা লড়াই’ শব্দ দুটি বলার বন্দোবস্ত করে ফেলেন দুজন। ৮ উইকেটে ৪৮ রানে ক্রিজে নামা তাইজুলের এই জুটিতে অবদান ৮৫ বলে ২২, মুমিনুলের ৮৭ বলে ৭২। ইনিংসে ৪৩তম ওভারে মুমিনুল ব্যক্তিগত ৮২ রানে আউট হওয়ায় ভেঙেছে এই জুটি।
মুমিনুল-তাইজুলের এই জুটির মধ্য দিয়ে নতুন এক নজিরও দেখল টেস্ট ক্রিকেট। কুলীন এই সংস্করণের ১৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশই প্রথম দল হিসেবে ৫০ রানের কমে ৮ উইকেট হারানোর পর নবম কিংবা তার পরের উইকেট জুটিতে ১০০+ রান তোলার নজির গড়ল। এর আগে ৬৫ রানে ৮ উইকেট হারিয়ে নবম উইকেট জুটিতে ১০০-এর বেশি রান তোলার নজির দেখা গেছে। ১৯৬৭ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এমন পাল্টা লড়াই করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তিখাব আলম। জাভেদ বুর্কি দলীয় ৬৫ রানে আউট হওয়ার পর নবম উইকেটে ১৯০ রানের জুটি গড়েছিলেন আসিফ ও ইন্তিখাব।
দলীয় সংগ্রহ ১০০-এর কমে ৮ উইকেট হারিয়ে নবম উইকেট জুটিতে ১০০-এর বেশি রানের নজির আছে আরও একটি। ১৯৮৩ সালে কানপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৯০ রানে ৮ উইকেট হারিয়েছিল ভারত। এরপর নবম উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রজার বিনি ও মদন লাল। তবে দলীয় ১০০ রানের কমে ৯ উইকেট হারিয়ে দশম উইকেট জুটিতেও ১০০-এর বেশি রান করার নজির আছে। ১৯৮০ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ রানে ৯ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এরপর দশম উইকেটে অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটি গড়েন পিটার উইলি ও বব উইলিস। ইংল্যান্ড এরপর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
মুমিনুল-তাইজুলের জুটিটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ। টেস্ট এ নিয়ে চতুর্থবার নবম উইকেটে ন্যূনতম ১০০ রানের জুটি দেখল বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে নবম উইকেটে সর্বোচ্চ ১৯১ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
না.গঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫০ জন আক্রান্ত
উত্তরায় ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মোস্তফা জামান
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক বাজেট দ্বিগুণ বাড়াচ্ছে ইরান
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটে প্রথম শহীদ জিলুর মৃত্যু বার্ষিকীতে সিলেট যুবদলের দোয়া মাহফিল
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর মৃত্যুদন্ড
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি শিগগিরই হচ্ছে : লেবাননের প্রধানমন্ত্রী
সাবেক ছাত্রলীগ নেতার মুজেজায় সিলেটে (এক লাফে) অধ্যক্ষ হয়ে যান হাকিম মুহিব বুল্লাহ
আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
গাড়িতে অগ্নিসংযোগকারীরা পতিত সরকারের প্রেতাত্মা- মাওলানা ইউনুছ আহমাদ
জকিগঞ্জকে স্বধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবী
ফ্যাসিবাদ হাসিনা গত ১৫ বছরে দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল -আমতলীতে ভিপি নুরুল হক নুর
সায়মা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার
রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন
তূণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা : সিলেট মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ চৌধুরী
মাদকসেবীদের আড্ডাস্থল বাকৃবির রেলস্টেশন
মানব কল্যাণে চাই সকলের একত্রিত প্রচেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দ্রুত সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন
সেন্টমার্টিনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে