‘ঘরোয়া ফরহাদের’ আক্ষেপময় বিদায়
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
প্রথম শ্রেণীর ক্রিকেটে যে পাঁচ জন নয় হাজার রান করেছেন তার মধ্যে চারজনের গায়েই উঠেছে গর্বের জাতীয় দলের জার্সি। শুধু তিনিই ব্যাতিক্রম। ফার্স্ট ক্লাস খেলেছেন, লিস্ট এ খেলেছেন, খেলেছেন বিপিএলে। তবে লাল-সবুজের জার্সি গায়ে তোলার সৌভাগ্য হয়নি তার। ওই যে কারো কারো সব ইচ্ছা পূরণ হয় না, ভাগ্যের সহায়তা দরকার হয়। ফরহাদ হোসেন তাদেরই একজন। সেই আক্ষেপ বুকে নিয়েই অবশেষ থামল ফরহাদের পথচলা। ২০০৫ সালের মার্চে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলা রাজশাহীর এই ব্যাটসম্যান ১৬১তম ম্যাচ খেলার পর গতকাল অবসর নিয়েছেন শুধাই ‘ঘরোয়া’ ট্যাগ নিয়ে। ১৯ বছর আগে যেখানে প্রথম ম্যাচটি খেলেছিলেন, সেই রাজশাহীতেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন ৩৭ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার।
তবে একটি জায়গায় নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন ফরহাদ। জাতীয় দলে দুর্দান্ত সময় কাটিয়েও সাফল্যের চূড়ায় থাকা অনেকেই যেখানে আনুষ্ঠানিক বিদায় নিতে ব্যর্থ, সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ সেঞ্চুরিতে ৯০৬৫ রান ও ১৬৫ উইকেট নেওয়া ফরহাদকে রাজশাহী-রংপুর ম্যাচের পর সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী বিভাগ দলের পক্ষ থেকে ফরহাদের সতীর্থদের তার স্বাক্ষরিত জার্সি উপহার দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হান্নান সরকার স্মারক ক্রেস্ট তুলে দেন ফরহাদকে। ফরহাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল ও রাজশাহীর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।
শেষটা অবশ্য ভালো হয়নি ফরহাদের। রংপুরে বিপক্ষে দুই ইনিংসে করেছেন ২৬ ও ৯ রান। হেরেছে তার দলও। ৬ উইকেটে ৬২ রান নিয়ে চতুর্থ রাউন্ডের শেষ দিন শুরু করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে হেরেছে ১০১ রানে। চার ম্যাচে দ্বিতীয় জয় পেল রংপুর, রাজশাহী পেয়েছে দ্বিতীয় হারের স্বাদ।
এদিকে, কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেট-খুলনা ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২২৩ রানে পিছিয়ে পড়ে ফলো অন করা খুলনা আজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৬ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। খুলনার মোহাম্মদ মিঠুন অপরাজিত ছিলেন ১০২ রানে। ৭টি করে চার-ছক্কায় সাজানো ছিল মিঠুনের ১০৮ বলের ইনিংসটি। সিলেটের তৌফিক খানকে ছক্কা মেরে মিঠুন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিটি তুলে নেওয়ার পরই মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। মিঠুন ছাড়া খুলনার দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন এনামুল হক (৫৪), ইমরুল কায়েস (৭১) ও নুরুল হাসান (৫০*)।
আর সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগকে ১৫৭ রানের লক্ষ্য দিয়ে জয়ের খুব কাছে গিয়েছিল ঢাকা মহানগর। ঢাকা বিভাগ ৮ উইকেটে ১৪৮ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় দিনের খেলা, ড্র হয়ে যায় ম্যাচ। মহানগরের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪টি ও বাঁহাতি পেসার আবু হায়দার নিয়েছেন ৩টি উইকেট। এর আগে ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে দিন শুরু করা মহানগর অলআউট ২৬৭ রানে। ঢাকা বিভাগের পেসার এনামুল হক ৮১ রানে ৬ উইকেট নিয়েছেন। এনামুল প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। ২১ ম্যাচের ক্যারিয়ারে এটাই ২৪ বছর বয়সী এনামুলের ইনিংস ও ম্যাচসেরা বোলিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার গ্রেফতার
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর