বরিশাল-রাজশাহী লড়াইয়ে শুরু বিপিএল
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
দিনক্ষণ ঠিক হয়েছিল আগেই। এবার প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি। গতকাল বিপিএলের ১১তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে ২৭ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর ভাবনার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। পরে অবশ্য তিন দিন পিছিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হলো। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। দিনের পরের লড়াইয়ে একই ভেন্যুতে পরস্পরকে মোকাবিলা করবে রংপুর ও ঢাকা।
এবারও সাতটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। তারা হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচও হবে দেশের হোম অব ক্রিকেটে। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। গত কয়েক আসরের মতো এবারও মিরপুরের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের সব ম্যাচ। বরাবরের মতোই প্রতিদিন হবে দুইটি করে ম্যাচ। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয়টি হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর পরেরটি সন্ধ্যা ৭টায়।
মোট চারটি পর্বে ভাগ করা হয়েছে এবারের বিপিএলকে। ঢাকায় প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। এরপর ১২ ম্যাচের জন্য সিলেটে চলে যাবে বিপিএল। ওই মাঠে ৬ জানুয়ারি প্রথম ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। এরপর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। সেখানেও হবে ১২টি ম্যাচ। প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিট্যালস। সিলেট ও চট্টগ্রামে মাঝের ২৪ ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচের পর ৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরের হোম অব ক্রিকেট শুরু হবে প্লে-অফ। এদিনই এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ৫ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে বাকিদের পেছনে ফেলা দুই দল। প্লে-অফ পর্বের চার ম্যাচের জন্যই রাখা হয়েছে এক দিন করে রিজার্ভ ডে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার গ্রেফতার
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর