ওয়ানডে বদলে টি-টোয়েন্টিতে!
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে ঘিরে অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না। কোনো অবস্থাতেই আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। আগের নমনীয় অবস্থান থেকে সরে এসে পাকিস্তানও নিয়েছে কঠোর অবস্থান। ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও সঙ্গে জুড়ে দিয়েছে কঠিন শর্ত। পাকিস্তানের দেওয়া শর্ত অনুযায়ী লভ্যাংশ বৃদ্ধি ও ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে ‘পার্টনারশিপ ফর্মুলা’র প্রস্তাব দিয়েছে তারা। এই ফর্মুলায় ভারতের মতো পাকিস্তানও ভবিষ্যতে সে দেশে খেলতে যাবে না। তবে পাকিস্তানের এমন শর্ত প্রত্যাখ্যান করেছে ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অচলাবস্থার শেষ হচ্ছে না।
এই সংকট কবে কাটবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না হলেও প্রস্তুতির সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে পেরিয়ে গেছে সূচি ঘোষণার সময়সীমাও। যা সব মিলিয়ে গোটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। দ্রুত এই সংকট না কাটলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। সেটা এমন যে, ওয়ানডে সংস্করণ থেকে বদলে পুরো আয়োজনটি টি-টোয়েন্টি সংস্করণে রূপ নিতে পারে। ক্রিকবাজ বলছে, চলমান অচলাবস্থা দ্রুত না কাটলে অংশীদাররাই (স্টেকহোল্ডার) চ্যাম্পিয়ন্স ট্রফিকে টি-টোয়েন্টিতে বদলে দেওয়ার আহ্বান জানাতে পারে। বাজার বিবেচনায় যা ওয়ানডের চেয়ে সহজতর এবং দ্রুত প্রভাববিস্তারীও। তা ছাড়া জনপ্রিয়তার দিক থেকেও এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি বেশ এগিয়ে আছে। পাশাপাশি প্রস্তুতির ৯০ দিনের ডেডলাইন পার হয়ে যাওয়ার কারণে টুর্নামেন্ট নিয়ে প্রচার-প্রচারণার ক্ষেত্রে সম্প্রচার প্রতিষ্ঠানগুলো চাপ তৈরি করছে জানিয়েছে পোর্টালটি। ফলে সব দিক বিবেচনায় নিয়ে টি-টোয়েন্টি সংস্করণেই সব সমস্যার সমাধান দেখছে তারা। সংস্করণ বদলানোর এই দাবি কতটা বাস্তবসম্মত তা নিয়ে অবশ্য যথেষ্ট সন্দেহ আছে। তবে সংস্করণ যেটাই হোক, এই মুহূর্তে ভারত-পাকিস্তানের সমঝোতায় আসাটাই সবচেয়ে বেশি জরুরি। দুর্ভাগ্যজনকভাবে সমঝোতায় পৌঁছানোর কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
এদিকে আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশ্য ট্রফিটির বিশ্ব ভ্রমণ অব্যাহত আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান স্মারকটি এখন আছে বাংলাদেশ। আজ বাংলাদেশ ভ্রমণ শেষ করে এটি পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ভ্রমণ শেষ করে ট্রফিটি যাবে ভারতে। এখন ট্রফি ভারত পৌঁছানোর আগে আয়োজন নিয়ে চলমান অস্থিরতা দূর হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম