টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
সেঞ্চুরিয়ন টেস্টে একদিন হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের। টেস্টের চতুর্থ দিন স্বাগতিকদের সামনে লক্ষ্য মাত্র ১৪৮ রান। ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য ঘরের মাঠে খুব একটা বড় টার্গেট না নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু সেই মামুলি টার্গেটকেই দক্ষিণ আফ্রিকার জন্য কঠিন করে দিয়েছিলো পাকিস্তান। মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কঠিন পরিক্ষায় ফেলেছিলো সফরকারীরা। অথচ এই ম্যাচটা জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত প্রোটিয়াদের জন্য। এতটা কাছে থেকে দক্ষিণ আফ্রিকা আরও একবার চোকার্স তকমা পাবে এমনটাই হয়ত ভাবতে বসেছিলো অনেকে। মামুলি টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রানেই ৮ উইকেট হারায় তারা । কিন্তু কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেনের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের বন্দরে পৌছে দেয়। দুজনে মিলে নবম উইকেটে তোলেন ৫২ রান। দক্ষিণ আফ্রিকা জয় পায় ২ উইকেটে। সেইসঙ্গে প্রথম দল হিসেবে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করলো তারা। দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা কঠিন হচ্ছে সেই আভাস আগেই দিয়ে রেখেছিল পাকিস্তান। শেষ বিকেলের আলোয় মাহমুদ আব্বাস ২ উইকেট আর খুররাম শেহজাদ ১ উইকেট নিয়ে জমিয়ে তুলেছিলেন শেষ দিনের আমেজ। তবু টেম্বা বাভুমাকে নিয়ে দলের স্কোর ৬০ পার করেন এইডেন মার্করাম। চতুর্থ উইকেটে আসে ৪১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকাকে যখনই সাবলীল মনে হয়েছে, তখনই ফের আঘাত হানেন আব্বাস। মার্করামকে ফেরান ৬২ রানে। এরপর বাভুমাকে আউট করেন দলীয় ৯৬ রানে। ৯৯ রানে দক্ষিণ আফ্রিকা হারায় আরও ৩ উইকেট। এখান থেকেই অবশ্য পাল্টা লড়াই শুরু করেন রাবাদা এবং ইয়ানসেন। ৫১ রানের জুটিতে দলকে জেতান স্নায়ুচাপের এক ম্যাচ। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৫৪ রান খরচায় নেন ৬ উইকেট।
এর আগে সেঞ্চুরিয়ানে বক্সিং ডেতে ব্যাট করতে নেমে ২১১ রান তোলে পাকিস্তান। কামরান গুলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৪ রান। ডেইন প্যাটারসন নেন ৫ উইকেট। করবিন বশের উইকেট ৪টি। জবাবে ব্যাট করতে নেমে মার্করামের ৮৯ এবং করবিন বোশের ৮১ রানের সুবাদে লিড নেয় প্রোটিয়ারা। ৩১১ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা পায় ৯০ রানের লিড। ৩টি করে উইকেট খুররাম শেহজাদ ও নাসিম শাহ’র। পিছিয়ে পড়ে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তোলে ২৩৭ রান। দুই বছর পর ফিফটি পান বাবর আজম। সৌদ শাকিলের ব্যাটে আসে ৮৪ রান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখতে যথেষ্ট হয়নি ১৪৮ রানের এই টার্গেট। মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়ে চ্যালেঞ্জ জানালেও রাবাদার ৩১ রানের ইনিংসই দক্ষিণ আফ্রিকাকে তুলে দেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শুক্রবার কেপটাউনে শুরু হবে।
পাকিস্তান : ২১১ ও ২৩৭
দক্ষিণ আফ্রিকা : ৩০১ ও ১৫০/৮
ফল : দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক বছরে ১৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লামায় অবৈধ ৭টি ইট ভাটায় অভিযান ৭লক্ষ টাকা জরিমানা
২৭ জানুয়ারি পবিত্র শব-ই-মিরাজ
সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা