নতুন বিপিএলের নতুন লড়াই
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
সরকার পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রদবদল। দুই হাজার চব্বিশে পরিবর্তনের যে হাওয়া লেগেছিল তাতে ক্রিকেটের অনেক কিছুই পাল্টে গেছে। মাথায় কেবল ‘বোঝা’ হয়ে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রতিযোগিতা বিসিবির জন্য বরাবরই আয়োজনের চ্যালেঞ্জ। দায়িত্ব গ্রহণের পর সেই চ্যালেঞ্জ সবার আগে গ্রহণ করে নেন ফারুক আহমেদ। আগের বোর্ড ঘোষণা দিয়েছিল, ২৬ ডিসেম্বর হবে বিপিএল। সেই মোতাবেকই চলে প্রস্তুতি। শুরুর তারিখ পিছিয়েছে কেবল চারদিন। সেই পরিবর্তিত সূচি নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএল। দশ পেরিয়ে বিপিএলের ‘বয়স’ এখন এগার। এগারতম আসরের খেলা শুরুটা হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে। মিরপুর শেরে বাংলায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়।
নতুনধারায় বিপিএল শুরু হচ্ছে, মাঠের শুরুটাও হচ্ছে নতুন এক লড়াই দিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি যে নতুনভাবে ফিরে আসা ফ্রাঞ্চাইজি রাহশাহী। গত আসরের মতো এবারও বরিশালের নেতৃত্বে তামিম। দলে নতুন করে যুক্ত হওয়ার তালিকায় শান্ত, হৃদয়, রিশাদের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা। চোটের কারণে গত বিপিএল মাঠের বাইরে থাকা ইবাদত এবার দলে ফিরে শক্তি বাড়িয়েছেন আরও। এছাড়া বোলিং বিভাগে আছেন নাঈম হাসান, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, রিপন মন্ডলদের মতো জাতীয় দলের আশপাশেই থাকা ক্রিকেটাররা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে যেখানে নির্ভার তামিম ঠিক তার একই চিত্র রাজশাহীতেও। আকবর আলী-জিশান আলমদের ছন্দ এই দলটির জন্য শক্তি। সঙ্গে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লের মতো বিদেশি ক্রিকেটারও আছে রাজশাহীতে। যাঁরা বড় নাম না হলেও নিজেদের দিনে কাজটা করে দিতে পারেন। দলে আছেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়ের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারও। বোলিং আক্রমণে তাসকিন ও হাসান মুরাদ ছাড়া পারফর্মার নেই। ব্যাটিং গভীরতাও আছে ঘাটতি। তবে চমকে দিতে পারেন জিশান। এনসিএলে ২০ বছর বয়সী জিশান ছক্কা মারেন ২২টি। সেটাও মাত্র ৭ ম্যাচ খেলে। ৮ বলের মধ্যে ৭ ছক্কা, ৫২ বলে সেঞ্চুরি—জাতীয় লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেছিলেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন সিলেটের হয়ে। রান করেন ২৮১, তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তার ১৫৮.৭৫ স্ট্রাইক রেট।
শুরুতেই জানানো হয়েছিল, এবারের বিপিএল হবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের উপাখ্যান। সে কথা মাথায় রেখে প্রথমবারের মতো আসরের মাসকট ‘ডানা ৩৬’কে রূপ দেয়া হয় চব্বিশের ছাত্র-জনতাকে ধারণ করে। মাসকটটির ডানা বা পাখা প্রসারিত করা শান্তির ‘সাদা পায়রা’। যার প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘ডানা’ শব্দটি পাখা অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক।
‘এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই’ সেøাগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক যাত্রাও শুরু হবে এবারের বিপিএল দিয়ে। যে বিপিএলে দর্শকদের জন্য বিনামূল্যে পানি পানের জন্য স্টেডিয়ামে থাকবে ‘শহীদ মুগ্ধ কর্নার’। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকছে ‘বর্জ্য-শূন্য’ জোন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিপিএল টি- ২০ উপলক্ষে সমন্বয় সভা করলো বিসিবি
৫৫ দিনের তারুণ্য উৎসবে শত আয়োজন
৫ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ, নেপথ্যে জানা গেল যাদের নাম
এক বছরে ১৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরলে পৃথকভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত