ঢাকা   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
মেলবোর্ন টেস্ট

ভারতের জয়সওয়াল বাধা গুড়িয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

ছবি: অস্ট্রেলিয়া মেন্স ক্রিকেট টিম/ফেসবুক

শেষ দিনে রোমাঞ্চ ছড়ালো মেলবোর্নের বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ান চ্যালেঞ্চ ছিল ভারতকে গুড়িয়ে জয় ছিনিয়ে নেওয়া। আর ভারত চেয়েছে কোনোমতে দিন পার করে হার এড়াতে। সেই লক্ষ্যে ভারতের হয়ে লড়াই চালিয়ে যেতে পারলেন কেবল ইয়াসভি জয়সওয়াল। শেষ পর্যন্ত শেষ বিকেলে সব বাধা গুড়িয়ে দারুণ জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সিরিজের চুর্তর্থ টেস্টের শেষ দিন সোমবার শেষ বিকেলে অস্ট্রেলিয়া তুলে নেয় ১৮৪ রানের জয়। ৩৪০ রানের লক্ষ্যে স্রেফ ১৫৫ বলে গুটিয়ে যায় ভারত।

চা বিরতির সময়ও ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১১২। ২০.৩ ওভারে ৩৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় সফরকারী দলটি। দলটির হয়ে লড়াই করতে পেরেছেন কেবল জয়সওয়াল। ২০৮ বলে ৮৪ রানের ইনিংস এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

চতুর্থ ইনিংসে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন প্যাট কামিন্স। অধিনায়কের পাশাপাশি ৩ উইকেট নেন স্কট বোল্যান্ড। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন ট্রাভিস হেড ও নাথান লায়নও।

এই জয়ে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার অভিযানে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দুই ইনিংসেই ব্যাটে-বলে অবদান রাখেন কামিন্স। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৪৯ রানের পর উইকেট নেন ৮৯ রানে ৩টি। পরের ইনিংসে আরও গুরুত্বপূর্ণ ৪১ রানের পর ধরেন ২৮ রানে ৩ শিকার। ম্যাচ সেরাও তাই এই অলরাউন্ডারই।

হাতের এক উইকেটে এদিন ৬ রান যোগ করে ২৩৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪১ রান করা নাথান লায়নকে বোল্ড করে ক্যারিয়ারের ১৩তম ৫ উইকেট পূর্ণ করেন জাসপ্রিত বুমরাহ।

৩২৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই এই মাঠে। বাস্তবতা বুঝেই সেই পথে হাটার চেষ্টা করেনি ভারত। তাদের নজর ছিল কোনোমতে দিন শেষ করে হার এড়ানোর দিকে। সেই লক্ষ্যে রোহিত শর্মা ও জয়সওয়াল জুটি ৯৭ বল খেলে যোগ করতে পারে স্রেফ ২৫ রান। এ থেকেই বোঝা যায়, ম্যাচ বাঁচানোর দিকেই ছিল তাদের লক্ষ্য।

প্রথম ইনিংসের মতো এবারও রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। প্রথম কোনো আগ্রাসি শট খেলতে গিয়েই আউটসাইড এজ হয়ে গালিতে মার্শের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক, ৪০ বলে ৯ রান করে। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারির মার।

ইনিংসের তখন ১৭তম ওভার। সেই একই ওভারে রানের খাতা খোলার আগেই লোকেশ রাহুলকে সাজঘরের পথ ধরান কামিন্স। চাইলে বলটা ছেড়ে দিতে পারতেন রাহুল। কিছুটা লাফিয়ে ওঠা বলে ব্যাট চালাতে গিয়ে প্রথম স্লিপে উসমান খাওয়াজার হাতে ক্যাচ দিয়ে পেরেন এই টপ অর্ডার।

এরপর অস্ট্রেলিয়ার ৫৫ বলের অপেক্ষা। ভারত এসময় করতে পারে স্রেফ ৮ রান। বিরাট কোহলিকে কাভার ড্রাইভে প্রলুব্ধ করেন মিচেল স্টার্ক। ব্যাট চালিয়ে খাওয়াজার হাতে ধরা পড়েন এই তারকা ব্যাটার, ২৯ বলে ৫ রান করে। তার ইনিংসেও নেই কোনো বাউন্ডারি।

লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। অন্য প্রান্তে তখনও অবিচল জয়সওয়াল। এরপর তিনি পেয়ে যান রিশাভ পান্তকে। দুজনে মিলে গড়েন ১৯৭ বলে ৮৮ রানের জুটি।

কোনোভাবেই যখন জুটি ভাঙা যাচ্ছিল না তখন সেই অসাধ্য সাধন করেন ট্রাভিস হেড। ১০৪ বলে ২ চারে ৩০ রান করা পান্তকে লং অনে মার্শের হাতে ক্যাচ বানান তিনি।

বরীন্দ্র জাদেজা ফেরেন দ্রুতই, স্কট বোল্যান্ডের শিকার হয়ে। পরের ওভারে নীতীশ কুমার রেড্ডিকে ফেরার লায়ন। জয়সওয়াল তখনও অবিচল।

ওয়াশিংটন সুন্দরের সঙ্গে আরও ৪৫ বলে ১০ রানের জুটি শেষে হার মানেন জয়সওয়াল। ২০৮ বলে ৮ চারে ৮৪ রান করা এই ওপেনারকে ফিরিয়ে যেন হাফ ছেড়ে বাঁচে অস্ট্রেলিয়া। কামিন্সের বলে তার কট বিহাইন্ড হওয়া নিয়েও অনেক সময় ধরে চলে বিশ্লেষণ।

জয়সওয়াল ফেরার পরও খেলা বাকি ছিল ২১.১ ওভার। নতুন বল তখনও প্রায় ৯ ওভার দূরে। সেই পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হয়নি। টানা দুই ওভারে আকাশ দীপ ও বুমরাহকে ফেরান বোল্যান্ড। মোহাম্মদ সিরাজকে এলবিডব্লিউ করে জয়ের উল্লাসে মাতে অস্ট্রেলিয়া।

সিডনিতে সিরিজের শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএলের টিকেট বুথে সন্ত্রাসী কায়দায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
মার্শ বাদ, সিডনিতে অভিষেক হচ্ছে ওয়েবস্টারের
ঝড়ো সেঞ্চুরিতে কুসলের রেকর্ড, রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কার অপেক্ষার জয়
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আরও

আরও পড়ুন

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ১

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ১

সেনাবাহিনী কি ক্ষমতার স্বতন্ত্র কোনো কেন্দ্র: প্রশ্ন ডা. জাহেদের

সেনাবাহিনী কি ক্ষমতার স্বতন্ত্র কোনো কেন্দ্র: প্রশ্ন ডা. জাহেদের

'সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি মহল এবং দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্রে আছে'

'সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি মহল এবং দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা নির্বাচন প্রলম্বিত করবার ষড়যন্ত্রে আছে'

বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটক ৩১ ভারতীয় জেলের মুক্তি

বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটক ৩১ ভারতীয় জেলের মুক্তি

দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর: রিজভী

দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর: রিজভী

ঝিকরগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

ঝিকরগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

বগুড়ায় শীতে স্থবির জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের বিক্রি

বগুড়ায় শীতে স্থবির জনজীবন, বেড়েছে শীত বস্ত্রের বিক্রি

কালিয়াকৈরে সড়ক দূঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈরে সড়ক দূঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত

ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই মানিকগঞ্জে চারটি থেকে তিনটি আসন করা হয় : রিতা

ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই মানিকগঞ্জে চারটি থেকে তিনটি আসন করা হয় : রিতা

মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে সিনহার মায়ের আবেদন

মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে সিনহার মায়ের আবেদন

সংগীতাঙ্গনকে বেডরুম বানিয়েছিল গান বাংলার তাপস

সংগীতাঙ্গনকে বেডরুম বানিয়েছিল গান বাংলার তাপস

রাস্তা প্রশস্ত করণের নামে কোটি কোটি টাকা লুটের অভিযোগ

রাস্তা প্রশস্ত করণের নামে কোটি কোটি টাকা লুটের অভিযোগ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা

বিপিএলের টিকেট বুথে সন্ত্রাসী কায়দায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

বিপিএলের টিকেট বুথে সন্ত্রাসী কায়দায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

বা‌গেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জে‌লে‌র মু‌ক্তি

বা‌গেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জে‌লে‌র মু‌ক্তি

গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট গঠনে মুক্ত আড্ডা

সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট গঠনে মুক্ত আড্ডা

রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে : মির্জা ফখরুল

রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে : মির্জা ফখরুল

ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা

ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা