৭ উইকেট ছেলের, বাবার জন্য গোঁফ
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
মুখে চওড়া হাসি, হাতে বল। সেই বল দর্শকদের দিকে উঁচিয়ে ধরে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ। এভাবে উদযাপন করেছেন তিনি আগেও অনেকবার। তবে এই ম্যাচে তিনি যা করলেন, বাংলাদেশের কেউ আগে কখনও করতে পারেননি। বিপিএলেও এমন কিছু আগে দেখা যায়নি। টি-টোয়েন্টি ম্যাচে একাই নিলেন তিনি সাত উইকেট! গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ এই পারফরম্যান্স উপহার দেন তাসকিন। তার বোলিং বিশ্লেষণ ৪-০-১৯-৭। বাংলাদেশের কোনো বোলারের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স এটিই। বিপিএলেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড।
বিশ্বজুড়ে বিশ ওভারের ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল দুটি। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নেওয়ার অবিশ্বাস্য নজির গড়েন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০১৯ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান।
তাসকিনের রেকর্ড অভিযান শুরু হয় ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভার থেকেই। বাড়তি লাফানো দুর্দান্ত এক ডেলিভারিতে লিটন দাসকে বিদায় করেন তিনি শূন্য রানে। পরের ওভাবে ক্রিজ ছেড়ে শট খেলার চেষ্টায় উইকেট বিলিয়ে দেন তানজিদ হাসান। ওই ওভারে দুটি চারও হজম করেন তিনি শাহাদাত হোসেনের ব্যাটে। দুই ওভারে উইকেট ছিল দুটিই।
আবার আক্রমণে আনা হয় তাকে সপ্তদশ ওভারে। এবার প্রথম বলেই দেখা পান উইকেটের। ফিফটি করা শাহাদাত উড়িয়ে মারেন ছক্কার চেষ্টায়। সীমানায় ভালো ক্যাচ নিয়ে তাকে ফেরান রায়ান বার্ল। ওই ওভারে চাতুরাঙ্গা ডি সিলভাকেও ফেরান তিনি। শেষ ওভারে আলাউদ্দিন বাবুকে আউট করে পূর্ণ করেন তিনি ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পেয়েছিলেন তিনি আগে একবারই। ২০১৬ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেই ৫ উইকেট ছিল ৩১ রানে। পরের বলে মুকিদুল ইসলামকে বোল্ড করে তিনি ছাড়িয়ে যান নিজেকে। হ্যাটট্রিক ডেলিভারিতে এক রান নেন নাজমুল ইসলাম অপু। পরের বলেই ধরা দেয় সপ্তম শিকার। তার নাম উঠে যায় রেকর্ড বইয়ে। এবার আউট হন ১৩ বলে ২৪ রান করা শুভাম রাঞ্জানে।
বিপিএলে এর আগে সেরা বোলিং ছিল মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিং ছিল গত আসরে রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দারের ১২ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
তাসকিন ছাড়িয়ে গেলেন তাদের সবাইকে। ছাপিয়ে গেলেন তাদের সব কীর্তিকে। সাত উইকেট যখন নিলেন, ওভারের একটি বল তখনও বাকি। ৮ উইকেট তাই মনে হচ্ছিল খুবই সম্ভব! তবে ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট পেতে দিয়ে একটি রান নেন মুস্তাফিজুর রহমান। ৮ উইকেট তাই হলো না। তবে ইতিহাস একটি ঠিকই হলো।
সন্ধ্যাটাই তার জন্য আসলে এমন ঝলমলে ছিল যে, সবকিছুতেই আনন্দ খুঁজে নেওয়া যায়। মিনিট দশেকের সংবাদ সম্মেলনটার কথাই ধরুন। সদা হাস্যোজ্জ্বল তাসকিন আরও বেশি প্রাণোচ্ছল, আরও বেশি স্বতঃস্ফুর্ত। হাসতে হাসতেই ৭ উইকেটের কীর্তি উৎসর্গ করলেন বড় সন্তান ৬ বছর বয়সী তাশফিনকে, ‘আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা অনেক খুশি হয়। তাদের সমর্থনটা আমার জন্য অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, সেদিন তাসফিন অনেক মন খারাপ করে। আজ আমি নিশ্চিত, ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই।’
ছেলের জন্য ৭ উইকেট, তাহলে বাবার জন্য কী? তাসকিনের সাম্প্রতিক হেয়ার স্টাইলটা নিশ্চয়ই খেয়াল করেছেন। আগের সেই ছোট ছাঁটে ছাঁটা চুল নয়। ৮০-৯০-এর দশকের সিনেমার নায়কদের মতো বড় চুল, পেছনে ঘাড় পর্যন্ত লম্বা। নাকের নিচে রাখা গোঁফও বেশ স্পষ্ট হয়ে উঠছে ইদানিং। এমন দিনে যা হয়, চুল-গোঁফও হয়ে যায় কৌতুহলের বিষয়বস্তু। সেই কৌতুহল মেটাতে গিয়ে তাসকিন গোঁফ-রহস্যের অবগুন্ঠন খুলে দিলেন, ‘বাবার ছোটকালের একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, তাই ভাবলাম এবার আমিও একটু রেখে দেখি কিছুদিন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল