শুরুতেই শেষ উইলিয়ামসনের আইপিএল
ফিজিও ও এক সতীর্থের কাঁধে ভর দিয়ে যখন মাঠ ছাড়ছিলেন কেন উইলিয়ামসন, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। শেষ পর্যন্ত বেরিয়ে যাওয়ার মুহূর্তটিই হয়ে রইল এবারের আইপিএলে তার শেষ উপস্থিতি। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই এই চোটে পড়েন উইলিয়ামসন। তার নতুন আইপিএল দল গুজরাট টাইটান্সের হয়ে ছিল এটিই অভিষেক ম্যাচ।ইনিংসের ত্রয়োদশ ওভারে...