কেভিন ও’ব্রায়ানের পর টাকার
তাইজুল ইসলামের বলটা লরকান টাকার সজোরে ড্রাইভ করলেন। শর্ট কাভার ফিল্ডার সেটি লাফিয়ে উঠেও ধরতে পারলেন না। ব্যর্থ হলেন মিড অফ ফিল্ডারও। বল বাউন্ডারিতে পৌঁছানোর আগেই গ্র্যান্ড স্ট্যান্ডে বসে থাকা আয়ারল্যান্ড সমর্থকরা দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন। সেখানে ছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নির বাবা-মা-ও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এনালগ স্কোরবোর্ডে টাকারের নামের পাশে থাকা ৯৬ সংখ্যাটা ততক্ষণে ১০০ হয়ে গেছে। টেস্ট...