‘দেশি’ নেট বোলারে মুশফিকদের অনুশীলন
আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ হলেও কিছু দিক থেকেই ঘরের মাঠে খেলার আবহ পাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজটি আয়োজন করছে ইংল্যান্ডে। প্রবাসী বাংলাদেশিদের কারণে তামিম ইকবালদের সমর্থনই থাকবে বেশি। বিদেশি গিয়ে ‘দেশি’ বেশ কয়েকজন নেট বোলারও পেয়ে গেল বাংলাদেশ দল। ব্রিটিশ বাংলাদেশি নেট বোলাররা মুশফিকুর রহিমদের কাছে পেয়ে রীতিমতো আপ্লুত।গতপরশু ও গতকাল ক্যামব্রিজের লেইজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। এই অনুশীলনের জন্য...