লা লিগা এখন ‘বর্ণবাদের লিগ’!
২২ মে ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:০২ এএম
ম্যাচে হরহামেশায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া ট্যাকল ছাড়াও প্রতিপক্ষ সমর্থকদের কাছে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পরশু রাতেই লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রতিপক্ষ সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন লাল কার্ড। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল ম্যাচটা ১-০ ব্যবধানে হেরে যায়। তবে তা ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভিনির সাথে বর্ণবাদী আচরণের এই ঘটনা।
ঘটাবহুল ম্যাচে বারবার রেফারিকে খেলা থামাতে হয়েছিল। ৯০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে ১০৭ মিনিটে! ৭০তম মিনিটে ফ্রি কিক পায় রিয়াল। স্পট কিক নেওয়ার প্রস্তুতির সময় হঠাৎ ভ্যালেন্সিয়ার গোলবারের পেছন থেকে গ্যালারির এক দর্শক কিছু একটা বলে বসেন ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান তারকার সাথে আরো কিছু রিয়াল ফুটবলার তখন সেদিকে ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে থাকেন। ভিনিসিয়ুস পরে ছুটে এসে রেফারিকেও দেখিয়ে দেন গ্যালারির সেই অংশের দর্শককে।
তারপরও খেলা চালিয়ে গেছে দুই দল। স্টেডিয়ামের স্পিকারে দর্শকদের সতর্ক করে দেওয়া হয় বর্ণবাদী আচরণ নিয়ে। কিন্তু এখানেই থামেনি। শেষ দিকে আবার মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস একটু বেশিই ক্ষুব্ধ ছিলেন। মেজাজ ধরে রাখতে পারেননি। মুখে আঘাত করে বসেন প্রতিপক্ষের খেলোয়াড়কে। লাল কার্ড দেখান রেফারি। তিনি মাঠ ছেড়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগ আউটেও।
প্রতিনিয়ত বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দায়ী করেছেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ ছাড়ার ইচ্ছা না থাকলেও এসব ঘটনা নতুন করে ভাবাচ্ছে তাকে। ম্যাচ শেষে নিজের ইন্সাটাগ্রামে এক পোস্টে এই বিষয়ে ভিনি লিখেছেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়।’
ইউরোপের টপ ফাইভ লিগের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকারও হয়েছেন ভিনিসিয়ুস। এছাড়া প্রতিপক্ষ খেলোয়াড়েরাও তাকে ম্যাচে নানারকম ভাবে উঁসকে দিচ্ছেন । এতে ম্যাচে নিয়মিত মেজাজ হারাচ্ছেন ভিনি। ফলে গ্যালারি থেকে সমর্থকরা আরও বেশি বর্ণবাদী আচরণর করছেন। ভিনি আরও লিখেন, ‘চ্যাম্পিয়নশিপ আগে রোনালদিনিও, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের দখলে ছিল, এখন এটা বর্ণবাদীদের দখলে। একটা সুন্দর জাতি আমাকে স্বাগত জানিয়েছিল। যে জাতিকে আমি ভালোবাসি। কিন্তু কিছু মানুষ স্পেনকে বর্ণবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। যেসব স্প্যানিশ আমার সঙ্গে একমত হবেন না, তাঁদের জন্য আমি দুঃখিত। তবে বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে প্রতি সপ্তাহেই এমনটা ঘটতে থাকলে আমি একা প্রতিহত করতে পারব না।’
ভিনিসিয়ুসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া নিয়ে কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘ফুটবল নিয়ে কিছু বলতে চাই না। যা বলব, সব আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে। এই মুহূর্তে এটা ম্যাচ হারের চেয়েও গুরুত্বপূর্ণ। এই লিগে খারাপ কিছু ঘটছে।’
একই রাতে বুন্দেসলিগায় অগসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল বরুসিয়া ডর্টমুন্ড। জার্মানির ইয়োলো সামুরাই ডর্টমুন্ডের জন্য ম্যাচটার তাৎপর্য ছিল অসামান্য। সেই ২০১১-১২ মৌসুম সবশেষ লিগ শিরোপা জিতেছিল দলটি। এরপর প্রতিটি মৌসুম শিরোপায় কেভিনেট ভড়িয়েছে বায়ার্ন মিউনিখ। এভাবেই চলেছে গত দশ বছর। বায়ার্নের এক দশকের দাপটকে এবার শেষ হতে যাচ্ছে। কারণ সেবাস্তিয়ান হলারের জোড়া লক্ষ্যভেদ ও ইউলিয়ান ব্রান্ডটের ১ গোলে অগসবার্গকে ৩-০ গোলে হারিয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে ডর্টমুন্ড। বুন্দেসলিগায় বাকি আর মাত্র ১ রাউন্ড। তাই আগামী শনিবার শেষ ম্যাচে মেইঞ্জের বিপক্ষে জিতলেই ১০ বছর পর আবারও লিগ শিরোপা উঠবে ডর্টমুন্ডের হাতে। ৩৩ ম্যাচ শেষে ডর্টমুন্ডের পয়েন্ট ৭০, বায়ার্নের সংগ্রহ ৬৮ পয়েন্ট।
অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে অসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। ম্যাচ শুরু হতে না হতেই কিলিয়ান এমবাপে হামলে পড়েন প্রতিপক্ষ শিবিরে। এই ফরাসি ফরোয়ার্ড তিন মিনিটের ব্যবধানে ফ্যাবিয়ান রুইজ ও লিওনেল মেসির বাড়ানো দুই বল থেকে করলেন দুই গোল। তাতে ইউরোপের ৫টি লিগের হিসেবে ২০টি গোল ও ২০টি অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার হবার কীর্তিতে নাম লেখালেন মেসি। সেই দাপট অবশ্য ধরে রাখতে পারে নি পিএসজি। অসের তাদের ভালো পরীক্ষাতেই ফেললো। এক গোল শোধনও দিল অস। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছেন মেসি-এমবাপেরা। টানা দ্বিতীয় এবং রেকর্ড ১১তম শিরোপার জন্য শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট চাই তাদের। দ্বিতীয় স্থানে থাকা লেঁসের থেকে ৬ পয়েন্টে এগিয়ে ক্রিস্টোফে গালতিয়েরের দল।
পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসির বিপক্ষে নামার আগেই ম্যানচেষ্টার সিটির এই মৌসুমের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাচের ১২তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেসের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানের জয় নিয়ে শিরোপা উদযাপন করে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টারের নীলরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬ চিনিকল চালু হওয়ায় ভারতের দম্ভ খতম!
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়