হার দিয়ে এশিয়া গেমস শুরু বাংলাদেশের
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
যথারীতি হার দিয়েই হ্যংাজু এশিয়ান গেমস শুরু বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের। তবে বলা যায় দুর্ভাগ্যের হার। মঙ্গলবার হ্যাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে হেরেছে মিয়ানমারের বিপক্ষে।
এ ম্যাচ থেকে বাংলাদেশ অন্তত একটি পয়েন্ট পেতে পারতো লাল-সবুজরা। কিন্তু নিজেদের গোলেই কপাল পুড়েছে তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পরেই প্রতিপক্ষ মিয়ানমার ১০ জনের দলে পরিণত হয়। এ সুযোগটাও কাজে লাগাতে পারেননি রহমত মিয়ারা। গোল হজমের পর সমতায় ফিরতে একের পর এক সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছেন তারা। ম্যাচের শুরু থেকে অপেক্ষাকৃত শক্তিশালী মিয়ানমারের সঙ্গে সমান তালেই লড়াই করেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। তবে পুরো ম্যাচে মিয়ানমারের চেয়ে বেশি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের ২৭ মিনিটে রবিউলের কাছ থেকে বল পেয়ে ফয়সাল আহমেদ ফাহিম লো ক্রস করলে সুমন রেজা শট নেয়ার আগেই মিয়ানমার ডিফেন্ডার তা ক্লিয়ার করেন। ম্যাচের ৪০ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে অধিনায়ক রহমত মিয়া পাশ দেন রবিউলকে। তিনি ফাহিমকে বল বাড়িয়ে দিলে ফাহিম বাঁম পায়ে দারুণ শট নেন। তবে তার শটের বল ক্রসবার ঘেষে বাইরে চলে যায়। বিরতির আগে অনন্ত দুই গোলের সুযোগ নষ্ট করে লাল-সবুজরা। ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন সুমন রেজা-ফাহিমরা। মিয়ানমারও চেষ্টা করে গোল পেতে। কিন্তু দু’দলের ডিফেন্ডাররা সজাগ থাকলে ৬৬ মিনিট পর্যন্ত গোলহীন থাকে ম্যাচ। ৫১ মিনিটে রবিউলের সেট পিস শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ থেকে ৬৬ মিনিট পর্যন্ত মিয়ারমার টানা কয়েকটি আক্রমণ করলে তা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ রক্ষণভাগ। এ সুযোগেই এগিয়ে যায় মিয়ানমার। ৬৭ মিনিটে মিয়ানমারের বদলি খেলোয়াড় খুন খাইয়ো জিন হেইন বাঁ প্রান্ত থেকে লো ক্রস করলে তা ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল ঠেলে দেন মুরাদ হাসান (১-০)। গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়েই লড়ে বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে বাংলাদেশ দলের জনি মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি চলে আসেন। এসময় পেছন থেকে তাকে টেনে ধরেন মিয়ানমারের জুইই খানত মিন। পলে রেফারি মিনকে লাল কার্ড দেখান, এতে ১০ জনের দলে পরিণত হয় মিয়ানমার। বাকি ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। অবশ্য যোগকরা সময়ে (৯৩ মিনিট) সুমন রেজার শট ক্রসবারে না লাগলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তাই হারের গ্লানি নিয়ে হতাশ হয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা। বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৪ সেপ্টেম্বর শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে লড়বেন রহমত মিয়ারা। ২৩ সেপ্টেম্বর হ্যাংজু এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই মঙ্গলবার পুরুষ ফুটবল দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়াড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০
কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক
পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর
মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা