মেসির হ্যাটট্রিকে রাঙানো মায়ামির দিন
কী দারুণ একটা দিনই না কাটল ইন্টার মায়ামির! নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে গোল উৎসব করে গড়ল মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। পেল ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর। ক্লাব সমর্থকদের জন্য দিনটি হয়ে থাকল অবিস্মরণীয়। বাংলাদেশ সময় গতকাল ভোরে ম্যাচটি ৬-২ গোলে জিতেছে মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে...