রাফিনিয়ার গোলে জিতে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়াল বার্সা
চ্যাম্পিয়নস লীগ,ইউরোপা লীগ যাত্রা ব্যর্থতায় শেষ হলেও লা লিগায় জয়ের ধারা অব্যহত রেখেছে বার্সালোনা। তবে রবিবার রাতে জয় এত সহজে ধরা দেয়নি কাতালান জায়ান্টদের। আটলিকো বিলাবাওয়ের মাঠে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে দলটির।
আটলিকোর ক্রমাগত আক্রমণ সামলে রাফিনিয়ার করা গোলে ১-০ ব্যবধানে জয় পায় বার্সা।প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রাফিনিয়া। সের্জিও বুসকেটস ডি-বক্সের ডান দিকে ফাঁকায়...