বিবর্ণ এভারটনকে হেসেখেলেই হারাল ইউনাইটেড
আমোরিমের দায়িত্ব নেওয়ার পর কিছুটা হলেও বদলে যেতে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণে-মাঝমাঠ সবখানেই যেন আগের চেয়ে বেশি উজ্জবীত রেড ডেভিলসরা।রবিবার অবশ্য জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি ইউনাইটেডকে। এভারটনের একের পর এক ভুলে জয় এসেছে অনায়াসে।
ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লীগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড ও জসুয়া জির্কজি।
১৩ ম্যাচে পাঁচ জয়...