মার্তিনেসকে নিয়েও শঙ্কায় আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইয়ের আসছে ম্যাচে আক্রমণভাবে শক্তি আরও কমার শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও পাওয়া দিবালা ছিটকে গেছেন আগেই। এবার আরেক ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে নিয়েও জেগেছে শঙ্কা। পেশির চোটে উরুগুয়ের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না এই তারকা।
আর্জেন্টিনা গণমাধ্যমের খবর, দলের সঙ্গে অনুশীলনে নেই মার্তিনেস। পেশীর অবসাদজনীত সমস্যায় ভুগছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা।...