আর্সেনালের হোঁচট, টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে দুইয়ে চেলসি
প্রিমিয়ার লীগে গত কয়েক মৌসুমে নিষ্প্রভ ছিল চেলসি। তবে এবার সেই বৃত্ত থেকে বের হওয়ার সুযোগ এসেছে ব্লুজদের সামনে।রবিবার দুর্দান্ত এক জয় তুলে নিয়ে চেলসি যেন জানান দিল সুদিন ফেরাতে প্রত্যয়ের কথা।
টটেনহ্যামের বিপক্ষে রবিবার প্রিমিয়ার লীগের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
ফুল-ব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম...