পিএসজি-বার্সার প্রমাণের সুযোগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে বার্সেলোনা, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাস্টন ভিলা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে প্যারিসে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে পিএসজি। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে ফুটবলবোদ্ধারা পিএসজিকেই ফেভারিট হিসেবে দেখছেন। তবে...