অজেয়ই রয়ে গেল বায়ার্ন,মেসি-এমাবাপের চ্যাম্পিয়নস লীগ জেতা হলোনা এবারও
০৯ মার্চ ২০২৩, ০৫:৩২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম

বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে হারানো,তাও চ্যাম্পিয়ন লীগের বড় মঞ্চে-ক্লাব ফুটবলে এর চেয়ে কঠিন কাজ খুব একটা বেশি বোধহয় নেই।তবে মেসি আশাবাদী ছিলেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দিলে হয়ত সম্ভব দারূণ কিছু অর্জনের।
তারা হয়ত সেটি দিয়েছিলেনও। তবে চ্যাম্পিয়নস লীগে আগুনে ফর্মে থাকা বায়ার্নকে হারানো সম্ভব হয়নি।ঘরের মাঠে শেষ ষোলোর লড়াইয়ে ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জার্মান জায়ান্টরা(দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জয়ী)।
এমবাপে,মেসি,নেইমার,রামোস,ভেরেত্তির মত তারকায় ঠাসা স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়নস লীগ জেতার স্বপ্ন আরো দীর্ঘ হল পিএসজির।তাদের অনেককেই হয়তো নাও দেখা যেতে পারে পরের আসরে, ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যর্থতা দায়ে বাদ পড়তে পারেন কোচ ক্রিস্তেফ গলতিয়েরও।
প্রথম লেগে ঘরের মাঠে হেরে বসা ক্রিস্তেফ গলতিয়ের দলের কাছে গতকাল জয় ভিন্ন কোন রাস্তা খোলা ছিলনা।বায়ার্নের সামনে সহজ সমীকরণ,ড্র করলেই মিলবে শেষ ষোলোর টিকেট।
তবে গোল ব্যবধান বেশি ছিল না বলে ম্যাচের শুরু থেকেই সতর্ক মুলার-মানেরা।শুরুতেই থেকে তাদের চেষ্ঠা ছিল গোল ব্যবধান বাড়িয়ে পিএসজিকে চাপে ফেলা।
তবে গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা প্রথম তৈরি করে পিএসজি। ২৪তম মিনিটে নুনো মেন্ডেসের বাড়ানো বল বায়ার্নের বক্সে পেয়ে গিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টাইন তারকার খুব কাছ থেকে নেওয়া প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয় দ্বিতীয়বার শট নিলে বাধা হয়ে দাঁড়ান বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমার। ততক্ষণে চারপাশে থেকে ডিফেন্ডারা এসে ঘিরে ধরলে মেসির তৃতীয় চেষ্টাও কাজে লাগেনি। হাত দিয়ে চেপে বল নিয়ন্ত্রণে নেন বায়ার্ন গোলরক্ষক।
৩১ মিনিটে বায়ার্নকে স্বস্তি এনে দিতে পারতেন দলের তরুণ তুর্কি জামাল মুসিয়ালা। তবে বাঁ দিক থেকে নেওয়া জোরাল শট দারুণ দক্ষতায় রুখে দেন জিয়ানলুইজি ধনারুম্মা।গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতায়ার্ধের ৬১ তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় স্বাগতিক বায়ার্ন।প্রথম লেগে বায়ার্ন জয়ে পেয়েছিল পিএসজির সাবেক খেলোয়াড় কিংসলি কোম্যান। এবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগেও বায়ার্নের নায়ক পিএসজির আরেক সাবেক-এরিক ম্যাক্সিম চুপো-মোতিং।
পিএসজি রক্ষণে ভেরাত্তি থেকেে বল কেড়ে নিয়ে গোয়েৎকাকে বাড়ান টমাস মুলার। গোয়েৎকা দেন বক্সে আনমার্কড অবস্থায় থাকা চুপো-মোতিংকে।সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এই বায়ার্ন স্ট্রাইকার।
গোল হজমের পর মরিয়া হয়ে উঠে পিএসজি।দুই গোল শোধের চেষ্টায় খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল।তবে বায়ার্নের জমাট রক্ষণের সামনের সুবিধা করতে পারেননি মেসি-এমাবেপরা।শেষদিকে গোলের প্রচেষ্টায় পিএসজি ডিফেন্ডারাও উপরে উঠে এলে অরক্ষিত হয়ে পড়ে পিএসজি গোলপোস্ট। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোলে পিএসজির কফিনে শেষ পেরেক টুকে দেন বদলি হিসেবে নামা সার্জিও গ্যানেব্রি।ফলে আরও একবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে খালি হাতে ফিরল মেসি এমবাপেরা।
বায়ার্নের কোয়ার্টার ফাইনালে ওঠার রাতে শেষ আটে জায়গা করে নিয়েছে এসি মিলানও।শেষ ষোলোর দ্বিতীয় লেগে টটেনহামের মাঠে গোলশূন্য ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি। দুই দলের প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় ওই ব্যবধানেই কোয়ার্টারে জায়গা করে নিয়েছে এসি মিলান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করতে ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতারা

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

চিলমারীতে দুর্নীতির আখড়া জনস্বাস্থ্য বিভাগ

সৈয়দপুরে নানারকমের ইফতার পণ্যের জমজমাট বেচাকেনা

প্রভাবশালী মহলের মিথ্যা মামলা থেকে বাঁচতে বৃদ্ধের আকুতি

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

বরিশালে সূর্যমুখী তেলবীজের আবাদ ও উৎপাদন ক্রমশ বাড়ছে

মীরসরাইয়ে ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ছিনতাই কাজে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়

রায় কার্যকর করতে হবে ৯০ দিনে ৯১ দিন যেন পার না হয়- আমীরে জামায়াত

মার্কিন কর্মকর্তার রোহিঙ্গা সংকটে সহায়তা বন্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

কালো সোনায় রঙিন স্বপ্ন পঞ্চগড়ের কৃষক মানিকের

নোয়াখালীতে আইন মন্ত্রণালয় কর্মচারীর কাছে যুবদলনেতার ১ লাখ টাকা চাঁদা দাবি

‘শেখ পরিবারের কি এক্টাবস্থা!’

নেইমার ছিটকে গেলেন আবারও

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে আসছে ‘কমিউনিটি নোটস’

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় অস্ত্রের চালান আটক ভারত থেকে বাংলাদেশ পাচারের চেষ্টা

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল

মানবতাবিরোধী অপরাধে আইসিসি-তে দুতার্তের বিচার, ভিডিও কনফারেন্সে শুনানি

ডাকাতের কবলে তরমুজের ট্রলার, আহত ৮