প্রায় চার দশক পর প্রথম বিভাগ হকিতে ঊষা
০৯ মার্চ ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১২:২৭ এএম

প্রায় চার দশক পর (৩৮ বছর) প্রথম বিভাগ হকি লিগে খেলবে এক সময়ের তারকা সমৃদ্ধ দল ঊষা ক্রীড়া চক্র। সর্বশেষ ১৯৮৪ সালে প্রথম বিভাগ লিগে খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগে উঠেছিল দলটি। কিন্তু ২০১৮ সালে প্রিমিয়ার লিগে না খেলার খেসারত তাদেরকে দিতে হয়েছে প্রথম বিভাগে অবনমনের মাধ্যমে। ওই মৌসুমে প্রিমিয়ার লিগের দলবদলের দিনক্ষণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় আর খেলেনি ঊষা। যার প্রেক্ষিতে প্রথম বিভাগে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই ঊষা শনিবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে কি লক্ষ্য নিয়ে অংশ নেবে? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহ-সভাপতি ও ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার বলেন,‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার লিগে অংশ নেব। লিগে যাতে দল ভালো করতে পারে সেজন্য আমরা ভাল মানের বিদেশী আনার চেষ্টা করবো।’ হতাশকন্ঠে তিনি জানান, তিন দশকেরও বেশি সময় পরে ফের প্রথম বিভাগ লিগে খেলছে প্রিমিয়ার লিগের সাবেক বড় দল ঊষা।
আসন্ন গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে বাহফে’র সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রশিদ শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন বাহফের আরেক সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ ও প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক হাজী মো. হুমায়ুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রথম বিভাগ লিগে খেলবে ১২টি ক্লাব। এরা হলো- ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিুউডি, ব্যাচেলর এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি, শিশু কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ, ফরাশগঞ্জ এসসি, শান্তিনগর এসসি ও রায়েরবাজার এসসি। শনিবার শুরু হয়ে প্রায় মাসব্যাপী এই লিগ শেষ হবে ১৩ এপ্রিল। প্রতিদিন দু’টি করে খেলা মাঠে গড়াবে। উদ্বোধনী দিন মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর দেড়টায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রতিপক্ষ রেলওয়ে এসসি। একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্র খেলবে রায়ের বাজার এসসি’র বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন

মার্কিন পররাষ্ট্র নীতি বদলেযেতে পারে ২০২৪ সালে

মেক্সিকোতে শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকা-ে মৃত অন্তত ৪০

বিতর্কে নারী ডিসি-ইউএনও

মামলার আগেই র্যাব গ্রেফতার করতে পারে কি না -প্রশ্ন হাইকোর্টের

সুলতানার মৃত্যুতে তদন্ত কমিটি করেছে র্যাব

ওলী আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে

রমজানে গোশত নিম্নবিত্তের নাগালে নেই

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমছে না তেলের দাম

তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শুরু হচ্ছে

বিএনপিকে সংলাপ নয়, আলোচনার জন্য ডেকেছি

সৌদিতে নিহত ৮ বাংলাদেশীর মধ্যে ২ জনের বাড়ী কুমিল্লা

নগরবাসীর ভোগান্তি চরমে

আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি-চক্ষুলজ্জা হারিয়ে গেছে

ঢাবি ছাত্রীদের মুখম-ল খোলা রাখার নোটিশ হাইকোর্টে স্থগিত

লেপার্ড ট্যাঙ্কের প্রথম চালান পেল ইউক্রেন

আফগান শরণার্থীদের হোটেল থেকে উচ্ছেদ করবে ব্রিটেন!

এই তাসকিন দেখেন শীর্ষ দল হওয়ার স্বপ্ন

চীনের পাশেই থাকছে পাকিস্তান

পেলে, ম্যারাডোনার পাশে মেসিও