প্রথম পদকের খোঁজে হ্যাংজুতে বাংলাদেশের শুটিং!
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

এশিয়ান গেমসের ১৯তম আসরের শুটিং ডিসিপ্লিনে অংশ নিয়ে প্রথম পদকের খোঁজে চীনের হ্যাংজু গেল বাংলাদেশ জাতীয় শুটিং দল। গতকাল রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে বর্তমানে গেমস শহর হ্যাংজুতে অবস্থান করছেন লাল-সবুজের শুটাররা। দলে আছেন ১৫ শুটার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৬ জন সহ মোট ২১ জন।
ম্যানচেষ্টার কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সেরা শুটার অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। ২০১৪ গøাসগো কমনওয়েলথ গেমসে একই ইভেন্টে আবদুল্লাহেল বাকী রূপা জেতেন। চার বছর পর গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে ফের রৌপ্যপদক জয় করেন বাকী। একই গেমস থেকে দেশকে আরেকটি রূপা এনে দেন পিস্তল শুটার শাকিল আহমেদ। এছাড়া দক্ষিণ এশিয়া (এসএ) গেমসেও স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের শুটাররা। কিন্তু এশিয়ান গেমসের মতো বড় আসরে এখনো পদকের দেখা পাননি লাল-সবুজের শুটাররা। তবে এবার হ্যাংজু এশিয়ান গেমস থেকে প্রথমবারের মতো পদক জিততে চান তারা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই কাল রাতে দেশ ছেড়ে যায় বাংলাদেশ শুটিং দল।
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশ যে কয়টি পদক জিতেছে তা কেবল এসেছে ক্রিকেট, কাবাডি ও বক্সিং ডিসিপ্লিন থেকেই। যদিও প্রতি এশিয়ান গেমসেই একরাশ স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে গেছেন শুটাররা। অনুশীলনের ঘাটতিও ছিল না। কিন্তু অলিম্পিক গেমসের পর বৈশ্বিক দ্বিতীয় বৃহৎ এই ক্রীড়া আসরে সব সময়ই পদকহীন থেকেছে বাংলাদেশের শুটিং। পদক জয়ের প্রত্যাশা নিয়ে আরও একটি এশিয়ান গেমস খেলতে হ্যাংজুতে যাওয়া বাংলাদেশের ১৫ শুটারের মধ্যে রাইফেল এবং পিস্তল ইভেন্টের খেলোয়াড়রাই রয়েছেন। তবে দুই কমনওয়েলথ গেমস থেকে ১০ মিটির এয়ার রাইফেল ইভেন্টে রূপা জেতা আবদুল্লাহেল বাকী এবার তার প্রিয় এই ইভেন্টে খেলছেন না। কোমড়ের ব্যথার কারণে তিনি ইভেন্ট পরিবর্তন করে হ্যাংজু এশিয়ান গেমসে খেলবেন ৫০ মিটার রাইফেল ইভেন্টে।
এবারের এশিয়াডে ভাল করার প্রত্যয় পিস্তল শুটার শাকিল আহমেদের। দেশ ছাড়ার আগে কাল তিনি বলেন,‘এবার দীর্ঘ অনুশীলনে ছিলাম আমরা। আমার প্রস্তুতি বেশ ভলোই হয়েছে। স্কোরও বেড়েছে। আশাকরি এবার হ্যাংজুতে সাফল্য পেয়ে শুটিংয়ের পদকখরা ঘুচাতে পারবো।’ হ্যাংজু এশিয়াডে শাকিলকে খেলতে হবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। যদিও তার প্রিয় ইভেন্টে ৫০ মিটার এয়ার পিস্তল। তাই কিছুটা হতাশাতো রয়েছেই, ‘আমার আত্মবিশ্বাস রয়েছে পদক জয়ের ব্যাপারে। কিন্তু নিজের প্রিয় ইভেন্ট নেই বলে কিছুটা মনখারাপ। তারপরও ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নিজের সেরাটা দিয়েই পদকের জন্য লড়বো।’
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর প্রত্যাশা দেশের শুটাররা এবার এশিয়ান গেমসে ভালো করবে। তিনি বলেন, ‘আমি সরাসরি পদক জয়ের কথা বলবো না। তবে যেভাবে ছেলে-মেয়েরা অনুশীলন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে, তাতে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে এটা বলতে পারি।’
এশিয়ান গেমসে বাংলাদেশ শুটিং দল : রাইফেল ইভেন্ট- আবদুল্লাহেল বাকী, তামজিদ বিন আলম, রবিউল ইসলাম, অর্নব শারার, শোভন চৌধুরী, কামরুন নাহার কলি, শায়েরা আরেফিন, নাফিসা তাবাসসুম ও নুসরাত জাহান সামসী। পিস্তল ইভেন্ট- শাকিল আহমেদ, সাব্বির আলামিন, সাকের আহমেদ, আনজিলা আমজাদ, আরমিন আশা ও ফাহমিদা আলম। দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ইরানের মোহাম্মদ জয়ের রেজায়ি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলাম ধর্মে মনোযোগী হওয়ায় পাক ক্রিকেটাররা খুবই শৃঙ্খলাপরায়ন: হেইডেন

মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনই চাকরি গেল গুগল কর্মীর! ভাইরাল পোস্ট

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত, নিউজক্লিকের ঘটনায় প্রতিবাদ ভারতের সাংবাদিকদের

প্রেসিডেন্ট হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ঘোষণা চীনপন্থী মুইজ্জুর

তৃণমূলের এমপিদের উপরে দিল্লি পুলিশের বর্বরোচিত হামলা, রাজ্যজুড়ে প্রতিবাদ

দিল্লিতে সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ 'আরসা' ও 'আরএসও' এর সংঘর্ষে নিহত ২

রাজধানীতে মিশরীয় খাদ্য উৎসব, ৬ দিন চলবে

জার্মানির একত্রীকরণ ‘নিখুঁত’ হয়নি ৩৩ বছরেও

ফের শুরু হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে থানায় থানায় জামায়াতের বিক্ষোভ

রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

বিরামপুরে বরযাত্রীর বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে এসআইসহ নিহত ২

কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নিবে না : ড. হেলাল উদ্দিন

ফেনীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

বিএনপির পেশাজীবী কনভেনশনে ভিড়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে অবাধ–সুষ্ঠু নির্বাচনের গুরুত্বারোপ

বগুড়ায় ডিবি হেফাজতে আইনজীবী সহকারীর মৃত্যুতে তোলপাড়