লায়নের থাবায় ক্ষত-বিক্ষত নিউজিল্যান্ড
০৪ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
আগের দিন নিউজিল্যান্ডের লড়াই দেখে হয়তো আশান্বিত হয়েছিলেন অনেকেই। চতুর্থ দিন সকালেই তাই বেসিন রিজার্ভের গ্যালারি ভরে উঠল প্রায়। কিন্তু তাদের আশায় গুঁড়েবালি। ম্যাচ শেষ লাঞ্চের আগেই! যাকে ঘিরে ছিল নিউজিল্যান্ডের মূল শঙ্কা আর অস্ট্রেলিয়ার সম্ভাবনা, সেই ন্যাথান লায়নই শেষ পর্যন্ত হয়ে উঠলেন নায়ক। দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনীতে এই অফ স্পিনার বিধ্বস্ত করে দিলেন কিউই ব্যাটিং। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭২ রানে উড়িয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
টেস্টের তৃতীয় দিনে ব্যাটে-বলে লড়াই করে ম্যাচে উত্তেজনা ফিরিয়েছিল নিউজিল্যান্ড। দিন শেষে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২৫৮ রান, দারুণ এক ফিফটি করে উইকেটে ছিলেন রাচিন রাভিন্দ্রা। অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৭ উইকেট। সব মিলিয়ে রোমাঞ্চের উপকরণ ছিল মজুদ। তবে বেসিন রিজার্ভে শুরুতে পেস সহায়ক উইকেট পরে যেভাবে বদলে গিয়েছিল, তৃতীয় দিনে যেরকম টার্ন ও বাউন্স মিলছিল, তাতে লায়নের সম্ভাব্য ভূমিকাও ছিল অনুমিত। তিনিই শেষ পর্যন্ত গড়ে দিলেন ব্যবধান। চতুর্থ দিনে রোববার এক সেশনও টিকতে পারল না কিউইরা।
প্রথম ইনিংসে সবুজ উইকেটেও চার উইকেট নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে সহায়ক উইকেটে তার শিকার ছয়টি। সব মিলিয়ে ম্যাচে তার প্রাপ্তি ১০৮ রানে ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পেলেন তিনি ম্যাচে ১০ উইকেটের স্বাদ। নিউজিল্যান্ডে কোনো স্পিনার এক ম্যাচে ১০ উইকেট সবশেষ পেয়েছিলেন ২০০৬ সালের ডিসেম্বরে। এই মাঠেই সেই টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরি ও শ্রীলঙ্কার মুত্তাইয়া মুরালিদারান।
এদিন সকালে প্রথম ৬ ওভার নিরাপদে কাটাতে পারেন রাভিন্দ্রা ও ড্যারিল মিচেল। এরপরই লায়নের হানা। রাভিন্দ্রার জন্য পয়েন্ট ও গালিতে ঠেসে ফিল্ডার রেখে বোলিং করছিলেন তিনি। সেই পরিকল্পনাই কাজে দেয়। বলটি যদিও দারুণ কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের বল কাট করার চেষ্টায় পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন ফর্মে থাকা ব্যাটসম্যান। আগের দিনের ৫৬ রানের সঙ্গে আর কেবল ৩ রান যোগ করতে পারেন তিনি। লায়নের ওই ওভারেই শূন্য রানে বিদায় নেন নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল। এর পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে গ্লেন ফিলিপসকেও এলবিডব্লিউ করে লায়ন পূর্ণ করেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের সম্ভাবনা বা স্বপ্ন, সবই ততক্ষণে চূর্ণ।
পেস বোলার স্কট কুগেলাইন ক্রিজে গিয়ে দর্শকদের কিছু বিনোদন দিয়ে চারটি চারে ২৬ রান করেন। তাকে ফেরান ক্যামেরন গ্রিন। দুই চার ও ১ ছক্কায় ১৪ রান করা ম্যাট হেনরিকে থামান জশ হেইজেলউড। টিম সাউদিকে বিদায় করে লায়ন ধরেন ম্যাচে তার দশম শিকার। উইকেট পতনের এই মিছিলে একটা প্রান্ত আঁকড়ে ছিলেন ড্যারিল মিচেল। প্রথম বাউন্ডারি মারেন তিনি ৮২ বল খেলে, দ্বিতীয়টি একশ বল পেরিয়ে। শেষ পর্যন্ত তাকে আউট করেই ম্যাচ শেষ করেন হেইজেলউড। ১৩০ বল খেলে ৩৮ রান করতে পারেন মিচেল।
১০ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৪১ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ছিলেন লায়ন। তবে ম্যান অব দা ম্যাচ ক্যামেরন গ্রিন। বোলিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে তার ১৭৪ রানের ইনিংসই যে ম্যাচে গড়ে দিয়েছে মূল ব্যবধান! দ্বিতীয় ইনিংসেও করেছেন তিনি ৩৮ রান, নিয়েছেন একটি উইকেট। সিরিজের শেষ টেস্ট ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার থেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি
আ.লীগের এখনই রাজনীতিতে ফেরা সম্ভব না, কারণ জানালেন প্রেস সচিব
হরিরামপুরে রাধারমণ জিউর মন্দিরে চুরি
বাংলাদেশ জাগ্রত সাংস্কৃতিক ফোরামের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
এবার শাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের
সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা মালয়েশিয়া গমনেচ্ছুদের
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত
বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের বার্তা: ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’
আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে উষা ভ্যান্সের অভিষেক
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -ব্যারিস্টার অমি
‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য 'আই কিউ টেস্ট' তৈরি খুবই গুরুত্বপূর্ণ’
গাজায় যুদ্ধবিরতির পর নিহতদের অবশিষ্টাংশ খুঁজছে পরিবারগুলো
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
৪ ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট প্রায় ২ লাখ কোটি টাকা
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জন নিহত, উদ্ধার কাজ চলছে
গণহত্যার আসামী জিয়ার আবেদন ‘অপরিপক্ব’, খারিজ করলেন ট্রাইব্যুনাল
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না