টেস্টেও আইরিশদের শক্তি দেখাতে চায় বাংলাদেশ
সিলেটে ওয়ানডেতে রেকর্ডরাঙা দাপুটে সিরিজ জয়। বৃষ্টিতে তিন ম্যাচর একটি ম্যাচ প- না হলে সেটিই হতো হোয়াইটওয়াশের উপলক্ষ্য। পরে চট্টগ্রামে গিয়ে টি-টোয়েন্টিতেও থাকল সেই ধারা। প্রথম দুই ম্যাচে দুইশ’র বেশি রানের স্কোর গড়ে রেকর্ডে মোড়ানো সিরিজ জয়। তবে শেষটায় আগ্রাসী ক্রিকেট খেললেও ‘নিজেদের দিন নয়’ বলেই হয়ত উল্টো একইভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে দলের ইন্টেন্টে খুশি সবাই। একই মনোভাব নিয়েই...